মুহাম্মদ আমজাদ হোসেন,আনোয়ারা (চট্টগ্রাম)প্রতিনিধিঃ-
চট্টগ্রাম আনোয়ারা উপজেলায় ৯নং পরৈকোড়া ইউনিয়নে মামুরখাইন গ্রামে মরহুম
হাজী ফয়েজুর রহমান চৌধুরী, মোহাম্মদ আলী মিয়া চৌধুরী, মোছাম্মৎ গোলবাহার বেগম, হাজী আব্বাস উদ্দিন আহমেদ চৌধুরী, মোঃ আবু জাফর চৌধুরী, মোহাম্মদ হাসান রফিক চৌধুরী, আবু জাহেদ মোহাম্মদ মাসরুরুল হদা চৌধুরী র ইছালে সওয়াবের নিয়্যতে আজিমুশসান মিলাদ মাহফিল পালিত হয়।
৩রা ডিসেম্বর (বৃহস্পতিবার) বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজ সেবক, মোহাম্মদ নুরুল হুদা চৌধুরীর সভাপতিত্বে মামুরখাইন মোহাম্মদ আলী মিয়া চৌধুরীর বাড়ীতে ইছালে সওয়াবের নিয়্যতে মিলাদ মাহফিল মহাসমারোহে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান বক্তা হিসেবে তকরির পেশ করেন-মোজাহের উলুম মাদ্রাসার পরিচালক হযরতুল আল্লামা আলহাজ্ব লোকমান হাকিম (মাঃজিঃআঃ),
বিশেষ বক্তা হিসেবে তকরির পেশ করেন কর্ণফুলী শাহমীরপুর মাদ্রাসার সম্মানিত পরিচালক হযরতুল আল্লামা আলহাজ্ব ক্বারী নুরুল্লাহ্ (মাঃজিঃআঃ)।
অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন -হযরত মাওলানা আব্দুল আলীম সাহেব,হযরত মাওলানা আজিজুল হক সাহেব,হযরত মাওলানা মোঃ ইলিয়াছ সাহেব,মাওলানা রেজাউল করিম সাহেব,মাওলানা ওহিদুল হক সাহেব,মাওলানা মোস্তাক আহমেদ সাহেব, মাওলানা বেলাল সাহেব প্রমুখ।
Leave a Reply