কক্সবাজারের উখিয়া উপজেলার শারদীয় দূর্গোৎসব উদযাপন উপলক্ষে ৪ অক্টোবর ২০২২, রোজ মঙ্গলবার রাতে উখিয়া উপজেলাতে (৫) টি পুজা মন্ডপে অংশগ্রহণ করেন জাহাঙ্গীর কবির চৌধুরী।
উক্ত শারদীয় দূর্গা পূজায় পরিদর্শনে আসেন মাননীয় কক্সবাজার জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা নির্বাহী অফিসার ইমরান হোসাইন সজীব, সহকারী কমিশনার ভূমি উখিয়া, উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী।
আরো উপস্থিত ছিলেন, উখিয়া উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক এড রবীন্দ্র দাশ রবি, উখিয়া উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক রিয়াজুল হক রিয়াজ, রাজাপালং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ সালাহ উদ্দিন, সাধারণ সম্পাদক এডভোকেট এটিএম রশিদ, উখিয়া দারোগা বাজার সমাজ কমিটির সভাপতি বাবু মৃদুল আইচ, সাধারণ সম্পাদক সাংবাদিক রতন দে, কৃষক লীগ নেতা কাজি আকতার উদ্দিন টুনু,
রাজাপালং ইউনিয়ন ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন, আওয়ামী লীগ নেতা ওমর খান, ছাত্রলীগ নেতা মোঃ ইব্রাহিম ও অন্যান্য পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ।
হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজার মহা নমমীতে উখিয়া উপজেলার উখিয়া সদর পূজা মন্ডপ, হারাশিয়া পুজা মন্ডপ, রাজাপালং কাশিয়ারবিল বিষ্ণু মন্দির, কাশিয়ারবিল হরি মন্দির ও বৃহত্তর হিন্দু ধর্মাবলম্বি এলাকা শর্মাপাড়া ধুরুমখালী পূজা মন্ডপে অংশগ্রহণ করেন, এবং ধর্মীয় নেতা ও পুজারীদের সাথে মত বিনিময় করেন চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী।
মতবিনিময় কালে জাহাঙ্গীর কবির চৌধুরী বলেন, হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূজা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়েছেন এবং সকলের সাথে আনন্দ ভাগাভাগি করতে আমরা পুজামন্ডপ পরিদর্শনে এসেছি। আরো বলেন, শেখ হাসিনার সরকার সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী বলেই সব ধর্মের মানুষ সৌহার্দ্য ও সম্প্রীতির মাধ্যমে প্রিয় জন্মভূমিকে উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাচ্ছে, দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠান হলেও এটি আজ সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে। তিনি সকল নাগরিকের শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের নিরাপদ আবাসভূমি। এই দেশ আমাদের সকলের। আমরা প্রত্যাশা করি বাঙালির হাজার বছরের ঐতিহ্য সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট রেখে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের সম্মিলিত প্রচেষ্টায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠা করতে সক্ষম হবো।
“ধর্ম যার যার উৎসব সবার”
এ প্রতিপাদ্যে দেশের অন্যান্য অঞ্চলের মতো কক্সবাজার উখিয়াতেও শতবছর ধরে উৎসব মুখর পরিবেশে সার্বজনীন দুর্গোৎসব উদযাপন হয়ে আসছে।
Leave a Reply