আমার বাবা মুক্তিযোদ্ধা
বাবার কথায় দেশ চলে
কোন হারামি বিচার চাইবে
বিচার চাওয়া যাও ভুলে।
টাকার জোরে কলম ঘুরে
চেতনার জোরে সব
ইচ্ছে হলেই অন্যায় করি
থাকবে সবাই নিরব।
হোটেল মোটেল হাতের মুঠোই
টাকার কাছে সব অচল
কোন হারামি বিচার চাইবে
চেতনাই মোর সম্বল।
দেশের মানুষ চিৎকার করুক
জনতার দাম দুই আনা
বঙ্গদেশে মানুষ মরুক
মানুষ মারতে নেই মানা।
রিসোর্ট কান্ডে মাওলানার ঐ
লুঙ্গি খুলে তিরস্কার
কোটিরপ্রতি ছেলের কথা
সংসদে বলা কি দরকার?
কবি নুর আহমেদ সিদ্দিকী
সাংগঠনিক সম্পাদক
জাতীয় শিক্ষক ফোরাম চট্টগ্রাম মহানগর।
রচনাকালঃ ২৭/০৪/২০২১
Leave a Reply