1. clients@ukhiyavoice24.com : UkhiyaVoice24 : সাকিব খান
শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ০৫:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ইসলামী আন্দোলন বাংলাদেশ উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়ন শাখার মতবিনিময় সভা ও ইউনিয়ন কমিটি সম্পন্ন। লোহাগাড়া সাংবাদিক ইউনিয়নের নবগঠিত কমিটি গঠন বাঁশখালীর প্রবীন আলেম মাওলানা নুরুল হক (সুজিশ) সাহেবের ভোটের কৌশল কাব্য উখিয়ায় আন্ত: প্রাথমিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত বঙ্গবন্ধু গোল্ডকাপ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ টুর্ণামেন্ট ২০২২ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরীর সাথে শুভেচ্ছা বিনিময় করেন বুদ্ধ পূর্ণিমা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ লোহাগাড়ায় বৌদ্ধ যুব সমিতির উদ্যোগে বুদ্ধপূর্ণিমা উপলক্ষে বর্ণাট্য মঙ্গল শোভাযাত্রা পাগলাপীর মসজিদের ইমামের ছেলে লাজু’র মৃত্যুতে শিউলী’র শোক প্রকাশ বাঁশখালীতে সড়ক দুর্ঘটনায় চাম্বল বাজারের ফল ব্যবসায়ী তমিজউদ্দীন নিহত।
শিরোনাম:
লাখো মুমীনের আমীন ধ্বনিতে চরমোনাইর ৩ দিনব্যাপী মাহফিল সমাপ্তি শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন বাংলাদেশ কক্সবাজার জেলা পূর্ণগঠন কমিটি-২০২৫-২৬ অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইসকনের কার্যক্রম গভীরভাবে পর্যবেক্ষণ করে ব্যবস্থা নেওয়ার দাবি। ১৪ ডিসেম্বর শানে সাহাবার নারায়ণগঞ্জ জেলা সম্মেলন। চেয়ারম্যান মহোদয়ের সাথে জেলা নেতৃবৃন্দের বৈঠক জমিয়তের সভাপতি মাও: মনসুরুল হাসান রায়পুরীর ইন্তেকালে পীর সাহেব চরমোনাইর শোক। ইসলামী আন্দোলন বাংলাদেশ উখিয়া রাজাপালং ইউনিয়ন কাউন্সিল সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত। ২৮, ২৯ নভেম্বর-২০২৪ খ্রি: ফলিয়া পড়া তা’লীমুল কুরআন মাদ্রাসা’র হিফজ সমাপ্তকারী ছাত্রদের দস্তারবন্দী ও সবিনা প্রদান অনুষ্ঠান সর্ব দক্ষিণে টেকনাফ উপজেলার অন্তর্গত শাহপরীর দ্বীপ দক্ষিণ পাড়ায় অবস্থিত মাদ্রাসা দারুল ঈমাম আল ইসলামিয়া।‌ ইসলামী আন্দোলন বাংলাদেশ রামু খুনিয়াপালং ইউনিয়ন শাখার প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত। ইসলামী আন্দোলন বাংলাদেশ উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়ন শাখার মতবিনিময় সভা ও ইউনিয়ন কমিটি সম্পন্ন।

চট্টগ্রামের ৬ উপজেলার ১৮ ইউপি নির্বাচনে ৯টিতে নৌকা, ৯টিতে স্বতন্ত্র প্রার্থী বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন

  • চালিয়ে যাও শনিবার, ১৮ জুন, ২০২২

আলমগীর ইসলামাবাদী- চট্টগ্রাম জেলা প্রতিনিধি,

বুধবার (১৫ জুন) সকাল ৮টা থেকে টানা বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ শেষে সন্ধ্যায় ভোট গণনা করে ফলাফল ঘোষণা করেন স্ব স্ব ইউনিয়ন পরিষদ নির্বাচনে দায়িত্বরত রিটার্নিং কর্মকর্তারা। পটিয়ার ছনহরা ও আনোয়ার পরৈকোড়া ইউনিয়নে ব্যালট পেপারে ভোট গ্রহণ অনুষ্ঠিত হলেও অপর ১৬টি ইউনিয়নে ইভিএমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

এ নির্বাচনে বাঁশখালী উপজেলার ১৪টি ইউনিয়নের মধ্যে ১৩ ইউনিয়নে ভোট গ্রহণ হয়েছে। এতে ৭টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের প্রার্থী বিজয়ী হয়েছে। অপর ৬টিতে স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছে।

উপজেলার সরল ইউনিয়নে রশিদ আহমদ চৌধুরী, খানখানাবাদ ইউনিয়নে জসিম উদ্দিন হায়দার, বাহারছড়া ইউনিয়নে তাজুল ইসলাম, কালীপুর ইউনিয়নে আ.ন.ম শাহাদাত আলম, বৈলছড়ি ইউনিয়নে মো. কপিল উদ্দিন, শীলকূপ ইউনিয়নে কায়েশ সরোয়ার সুমন এবং কাথরিয়া ইউনিয়নে ইবনে আমিন নৌকা প্রতীকে বিজয়ীরা হয়েছেন।

অপর দিকে গণ্ডামারা ইউনিয়নে আনরস প্রতীক নিয়ে লিয়াকত আলী, পুঁইছড়ি ইউনিয়নে অটোরিক্স প্রতীক নিয়ে তারেক রহমান, সাধনপুর ইউনিয়নে অটোরিক্স প্রতীক নিয়ে সালাহ উদ্দিন কামাল, ছনুয়া ইউনিয়নে মোটর সাইকেল প্রতীক নিয়ে হারুণ অর রশিদ, শেখেরখীল ইউনিয়নে চশমা প্রতীক নিয়ে মাওলানা মোরশেদুল ইসলাম ফারুকী এবং পুকুরিয়া ইউনিয়নে আনরস প্রতীক নিয়ে আসহাব উদ্দিন স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয়ী হয়েছেন।

কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নে আনারস প্রতীকের প্রার্থী বর্তমান চেয়ারম্যান হাজী ছাবের আহমদ, পটিয়া উপজেলার ছনহরা ইউনিয়নে মোটরসাইকেল প্রার্থী আবদুর রশিদ দৌলদি, ফটিকছড়ি উপজেলা ভুঁজপুর ইউনিয়নে আনসার প্রতীকের প্রার্থী এস এম এইচ শাহজাহান চৌধুরী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নে আজিজুল হক চৌধুরী বাবুল, হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নে শওকত আলম শওকত নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে বেসরকারিভাবে জয়ী হয়েছেন।

আনোয়ারায় সারাদিনই ভোটার উপস্থিতি ছিল কম। পাশের ইউনিয়ন থেকে নির্বাচিত ইউপি সদস্য গিয়ে জালভোট দেওয়ার অভিযোগ উঠেছে। বাঁশখালী ভোট কেন্দ্রের পাশ থেকে র‌্যাব বন্দুক উদ্ধার করেছে। তবে বড় ধরনের কোনো মারামারির ঘটনা ঘটেনি।

আনোয়ারায় জালভোট দেওয়ার বিষয়টি তদন্ত করে দেখবেন বলে জানান আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমেদ।

চট্টগ্রাম জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, নির্বাচনে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

ছাড়া দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

একধম মিছা কথা
Copyright © 2020 UkhiyaVoice24
Theme Desiged By Kh Raad (Frilix Group)