নতুন ধর্ম প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন জামালপুর-২ আসনের সাংসদ মো. ফরিদুল হক খান দুলাল। আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তাকে শপথ বাক্য পাঠ করান।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান, মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ফরিদুল হক দুলালকে ধর্ম প্রতিমন্ত্রী নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হবে।
এদিকে শপথ গ্রহণের পরই তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় প্রতিমন্ত্রী ফরিদুল হক বলেন, প্রতিমন্ত্রী হয়ে আমি আগের দায়িত্বেই থাকবো। প্রধানমন্ত্রীর প্রতি অকৃত্রিম কৃতজ্ঞতা জানাই। দেশবাসীর কল্যাণে আগের মতোই নিজের কাজ চালিয়ে যাব।
কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। তবে করোনা মহামারির কারণে বঙ্গভবনের দরবার হলে ছোট আকারে শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
শপথ গ্রহণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জমান খান কামাল ও তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।
গতকাল সোমবার (২৩ নভেম্বর) বিকেল থেকেই শোনা যাচ্ছিলো খালি থাকা ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব নতুন কাউকে দেওয়া হচ্ছে। পাশাপাশি বর্তমান মন্ত্রিসভার কয়েকজন মন্ত্রীর দপ্তর বদল করা হচ্ছে।
করোনায় আক্রান্ত হয়ে গত ১৩ জুন মৃত্যু বরণ করেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ আব্দুল্লাহ। এরপর গত ৫ মাস ধরে পদটি শূন্য ছিল।
Leave a Reply