বাঁশখালীর ঐতিহ্যবাহী দ্বীনি ও সমাজিক সংগঠন “সরল দা’ওয়াতুন্নবী (সাঃ) সংস্থা”র উদ্যোগে আজ (২৯ জুলাই) বৃহস্পতিবার সকালে সরল এলাকার শতাধিক দুস্থ ও অসহায়দের মাঝে ত্রাণ হিসাবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ত্রাণ বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসাব উপস্থিত ছিলেন, সরল আমিরিয়া উচ্চ বিদ্যালয় এর পরিচালনা কমিটির সভাপতি সিরাজুদ্দৌলা চৌধুরী। সরল দাওয়াতুন্নবী সংস্থার সিনিয়র সহ-সভাপতি, মাওলানা আব্দুল মাজেদের সভাপতিত্বে উক্ত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সংগঠনের সহসভাপতি মাওলানা আব্দুশ শাকুর সাহেব, সেক্রেটারী মাওলানা নেজাম উদ্দীন আল-হোসাইনী, অর্থ সম্পাদক মাওলানা মাহবুবুল হাসান, মাওলানা রফিকুল ইসলাম বোয়ালী, মাওলানা সোহাইল মাহমুদ, মাওলানা শাহেদুর রহমান, মাওলানা শাহাদাত হোসাইন, ত্রাণ কমিটির অর্থ সচিব, এডভোকেট মাওলানা হাফেজ আব্দুল হান্নান, মাওলানা ইব্রাহীম, মাওলানা আবু ছৈয়দ, মাওলানা আজিজ ইউসুফ, মাওলানা আহমাদুর রহমান, মাওলানা জসিম উদ্দীন মিছবাহ, মাস্টার শাহাদাত হোসাইন প্রমুখ। তাছাড়া এলাকার মান্যগন্য লোকজন, স্থানীয় জনপ্রতিনিধি, সরল মালেকা বানু বাজার কমিটির সভাপতি, সেক্রেটারী এবং সংস্থার বিভিন্ন স্তরের দায়িত্বশীল আজীবন সদস্যবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
Leave a Reply