চট্টগ্রামের বাঁশখালীতে দূর্গা পূজা চলাকালীন মণ্ডপে হামলার ঘটনায় ৬২ জন জ্ঞাত এবং ৯৭০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মন্দিরের পক্ষে থেকে ২টি এবং পুলিশের পক্ষে থেকে ১টি মামলা দায়ের করা হয়েছে। ঘটনার পর থেকে এই সব মামলার আসামিদের গ্রেফতারের জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।
এরই মধ্যে তিন মামলায় বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ৩৫ আসামি গ্রেফতার করেছে বাঁশখালী থানা পুলিশ। গ্রেফতারের পর আদালতের মাধ্যমে আসামিদের জেলহাজতে পাঠানো হয়।
এ ব্যাপারে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল উদ্দীন জানান, বাঁশখালীতে পূজামণ্ডপে হামলার ঘটনায় মন্দির কর্তৃপক্ষ ও পুলিশের করা ৩টি মামলায় জ্ঞাত এবং অজ্ঞাত ১ হাজার জনকে আসামি করা হয়েছে। এরই মধ্যে আমরা বাঁশখালীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ৩৫ আসামিকে গ্রেফতার করেছি।
এই সব মামলায় সিসিটিভির ফুটেজসহ যথাযথ তথ্য প্রমাণের ভিত্তিতে বাকী আসামিদের ও গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
Leave a Reply