ভারতের মহানবী (সাঃ) ও মা আয়েশা সিদ্দিকা (র.) কে কটুক্তি প্রতিবাদে বরিশালে ইনফ্রা পলিটেকনিক ইনস্টিটিউট এর শিক্ষার্থীরা একজোট হয়ে বিক্ষোভ মিছিল এর আয়োজন করেন । এ মিছিলে মুসলিম শিক্ষার্থীরা একজোট হয়ে আন্দোলনে নেমেযায় এবং তারা স্লোগান দিল বিশ্বনবীর অপমান সইবে না রে মুসলমান লেগেছে লেগেছে রক্তে আগুন লেগেছে নুপুর শর্মার চামড়া তুলে নেব আমরা নবীন কুমার এর চামড়া তুলে নেব আমরা এস লোগাং তারা দিতে থাকে এবং
এ মিছিল টি প্রথমে ইনফ্রা পলিটেকনিক এর সামনে দিয়ে বরিশাল চৌমাথা হয়ে বরিশাল সদর টাউন হলে গিয়ে থামে সেখানে শিক্ষার্থীরা মানববন্ধন করে এবং সাংবাদিক সম্মেলন করে সেখানে শিক্ষার্থীদের মধ্যে কয়েকজন বক্তিতা প্রদান করেন বক্তৃতায় বলেন যে মহানবী (সাঃ) এর কটূক্তি কারীর সর্বোচ্চ শাস্তি ফাঁসি দাবি জানায়, এবং তারা আরও বলেন ভারতের সকল পণ্য বয়কট করার দাবি জানাই , এবং বাংলার সকল মুসলমানকে একজোট হয়ে প্রতিবাদের দাবি জানায় অধ্যায়নরত শিক্ষার্থীরা।
Leave a Reply