কক্সবাজারের উখিয়া উপজেলার সুপরিচিত ষ্টেশন মরিচ্যা বাজার উত্তর ষ্টেশন ইকবাল টাওয়ারের ৪র্থ তলায় নব প্রতিষ্ঠিত মা’হাদ আল-ফুরকান এর শুভ উদ্বোধন উপলক্ষে পরিচিতি সভা ও ইফতার মাহফিল ৩০ এপ্রিল ২০২২ খ্রিঃ শনিবার বিকাল ৪ ঘটিকা হইতে শুরু হয় মা’হাদ আল ফুরকান মিলনায়তনে কক্সবাজার জামিয়া ইমাম মুসলিম (রহ.) ইসলামিক সেন্টারের শাইখুল হাদিস মাওলানা মুফতি আব্দুল গফুর নদীম সাহেবের সভাপতিত্বে ও মাওঃ মোহাম্মদ ওমর ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
উক্ত শুভ উদ্বোধন উপলক্ষে পরিচিতি সভা ও ইফতার মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত এবং অভিমত পেশ করেন, রাবেতা আল-ফুয়াদ আদর্শ বালিকা দাখিল মাদ্রাসার সুপার মাওঃ সুলতান আহমদ সাহেব, উখিয়া কেন্দ্রীয় জামে মসজিদের খতীব হাফেজ মাওলানা মুফতি রিদওয়ানুল কাদির সাহেব, বয়ানুল কুরআন মাদ্রাসার পরিচালক, মাওঃ রেজাউল করিম আফজল, উত্তর বড়বিল তাওহীদিয়া দারুল উলুম মাদ্রাসার পরিচালক মাওঃ সিরাজুল কবির, হলদিয়াপালং তা’লিমুল কুরআন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মুহাম্মাদ জাহাঙ্গীর আলম, কোটবাজার জামিয়া তাওহীদিয়ার পরিচালক হাফেজ ইকবাল হোছাইন তাওহীদি, ইকবাল টাওয়ারের মালিক হাফেজ মোহাম্মদ ইকবাল ও কোটবাজার তাহসিনুল উম্মাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসার পরিচালক হাফেজ আহসান উল্লাহ।
পবিত্র রমযানুল মোবারকের শেষ প্রান্তে এত ব্যাস্ততার মাঝেও আমাদেরকে মূল্যবান সময় দিয়ে উৎসাহ প্রদান করায় উপস্থিত সকল মেহমানদের প্রতি আল-ফুরকান ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত “মা’হাদ আল-ফুরকান” এর পক্ষ থেকে কৃতঙ্গতা জানাচ্ছি, এবং আগত মেহমানদের যথাযত মূল্যায়ন ও মেহমানদারী করতে না পারায় দূঃখ প্রকাশ করছি।
মাওলানা নুর মোহাম্মদ এর পাঠানো তথ্য।
Leave a Reply