শহীদ ওমর ফারুক ত্রিপুরা হত্যাকান্ডের প্রতিবাদে গতকাল (২৫ জুন ২১) শুক্রবার বিকেলে সাতকানিয়া উপজেলার কেরানিহাট চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম [পুর্ব জেলা] শাখার উদ্যোগে বিশাল মানবন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
মানবন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন, মাওলানা নুরুল আলম তালুকদার, মাওলানা আবদুল হামিদ, মাওলানা হাফেজ আবুল কালাম, মাওলানা হাফেজ জাহিদুল হক, মাওলানা সাইফুদ্দীন দৌলতপুরী, হুমায়ুন কবির, ছাত্রনেতা জুনাইদুল হক, মাওলানা রফিকুল ইসলাম, সাইফুল ইসলাম প্রমুখ।
It’s actually very complex in this full of activity life to listen news on TV,
therefore I simply use web for that purpose, and obtain the latest information.