বুধবার , ১০ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৬শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

অনৈতিক কাজে সহযোগিতা করার দায়ে হোটেল ম্যানেজারের জেল

প্রকাশিত হয়েছে-

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি,

বিরামপুরে শহরের ঢাকা আবাসিক বোডিং এ অনৈতিক কাজে সহযোগিতার দায়ে হোটেলের ম্যানেজার মাহফুজুল ইসলামকে (৪০) কারাদন্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বিনাশ্রম কারাদন্ড প্রাপ্ত হলেন-উপজেলার খাঁনপুর ইউনিয়নের ঝগড়ুপাড়া গ্রামের মো. মকলেছ আলীর ছেলে।

(৩১জানুয়ারি) সোমবার দুপুরে পৌর শহরের ষ্টেশন রোডে ওই আবাসিক হোটেলে অভিযান চানান ভ্রাম্যমাণ আদালত। এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকার।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা,গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে শহরের ঢাকা আবাসিক হোটেলে অভিযান চালানো হয়। অনৈতিক কাজে সহযোগিতা করার দায়ে হোটেলের ম্যানেজার মাহফুজুল ইসলামকে
১৮৬০ এর ২৯১ ধারায় ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়।