বুধবার , ২৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৩ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

অবৈধ কাঠ পোড়ানোর দাযে নাইক্ষ্যংছড়ি দুই ইটভাটায় ১ লক্ষ টাকা জরিমানা

প্রকাশিত হয়েছে-

কপিল উদ্দিন জয় বান্দরবান জেলা প্রতিনিধি,

নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের বিবিএম ব্রিকস ও এইচকেবি ব্রিকস নামের দুই
ইট ভাটায় অভিযান পরিচালন
করে
৫০,হাজার টাকা করে মোট এক লক্ষ টাকা জরিমানা করা হয়।
রবিবার -২২ জানুযারি
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোমেন শর্মা দুপুর ২:৩০টার সময় ইটভাটা দুটিতে মোবাইল কোর্ট পরিচালনা করেন। দুই
ইট ভাটায় জ্বালানি কাঠ পোড়ানোর অপরাধে এই জরিমানা আদায় করা হয়। বিবিএম ব্রিকসের মালিক ফরিদ আহমেদ (৪৭) এবং এইচকেবি ব্রিকসের মালিক হায়দার আলী (৪৫) এর কাছ থেকে এই জরিমানা আদায় করা হয়।

এই সময় উপজেলা নির্বাহী অফিসার জানান, টেকসই উন্নয়নের জন্য পরিবেশ সুরক্ষা অপরিহার্য। ইট ভাটায় জ্বালানী কাঠ পোড়ানো এবং পাহাড়ের মাটি ব্যবহার করার দণ্ডনীয় অপরাধ। আজকের অভিযান সকলের কাছে বার্তা পৌঁছে দেয়ার প্রয়াস মাত্র, ভবিষ্যতে আরও কঠোর অভিযান পরিচালনা করা হবে।