শুক্রবার , ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১৭ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

অসুস্থ আমীরে হেফাজতের পাশে হাটহাজারী মাদরাসার মহাপরিচালক

প্রকাশিত হয়েছে-

 

আলমগীর ইসলামাবাদী
চট্টগ্রাম জেলা প্রতিনিধি

দেশের সর্ববৃহৎ অরাজনৈতিক দ্বীনি সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর, মুজাহিদে মিল্লাত আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী’র শারীরিক খোঁজখবর নিতে হাসপাতালে উপস্থিত হোন। দেশের সর্ববৃহৎ দীনি শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলূম হাটহাজারী মাদরাসার মহাপরিচালক ও হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমীর আল্লামা ইয়াহইয়া হাফিজাহুল্লাহ।

আজ ২৫ অক্টোবর সন্ধ্যায় ফটিকছড়িস্থ নাজিরহাট সেবা ক্লিনিকে তিনি আমীরে হেফাজতের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

চিকিৎসার সার্বিক ব্যবস্থাপনায় যুক্ত ডাক্তার এবং হাসপাতাল কর্তৃপক্ষের সাথে মতবিনিময় করে সন্তোষ প্রকাশ করে আল্লামা ইয়াহইখয়া সাহেব বলেন, আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী হচ্ছেন এজাতির জন্য আল্লাহ তায়ালার বিশেষ রহমত। তিনি কর্মবীর ও আপোষহীন সিপাহসালার। দেশের এই ক্রান্তিলগ্নে হযরতের উপস্থিতি আমাদের জন্য অতীব জরুরি। আমি দেশবাসীর প্রতি বিশেষ আহবান জানাই, হযরতের দ্রুত সুস্থতা ও দীর্ঘ নেক হায়াতের জন্য সকলে বিশেষভাবে দুয়া করবেন।

হাটহাজারীর মাদরাসার মহাপরিচালককে দেখে আমিরে হেফাজত কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন, আল্লাহর বিশেষ রহমতে ও আপনাদের দুআয় আগের চেয়ে সুস্থতা অনুভব করছি। দেশবাসীকে আমার জন্য দুআ করতে বলবেন। দ্রুত সুস্থ হয়ে ইসলামের খেদমত করতে পারি।

পরবর্তীতে হাসপাতাল কর্তৃপক্ষের আমন্ত্রণে এক বিশেষ দোয়ায় অংশগ্রহণ করেন।দোয়াতে আল্লামা ইয়াহইয়া সাহেব মুহিব্বুল্লাহ বাবুনগরী সুস্থতা, কারাবন্দি হেফাজত নেতাকর্মীদের দ্রুত মুক্তি ও মজলুম বিশ্ব-মুসলিমের কল্যাণ কামনায় বিশেষ দোয়া করেন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, হেফাজতে ইসলাম বাংলাদেশের সহকারী মহাসচিব মাওলানা আইয়ুব বাবুনগরী, সাংগঠনিক সম্পাদক মাওলানা মীর ইদরীস, নাজিরহাট বড় মাদরাসার সহকারী পরিচালক মাওলানা ইসমাইল, সাবেক হেফাজত নেতা মাওলানা জুনায়েদ বিন ইয়াহইয়া, মাওলানা কামরুল কাসেমী, মাওলানা মুজিবুর রহমান, মাওলানা আজিজুল্লাহ ও মাওলানা মুহাম্মদ বিন হাবিব প্রমুখ।