শুক্রবার , ১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ - বর্ষাকাল || ২১শে সফর, ১৪৪৭ হিজরি

আগামীকাল জুমাবার বাঁশখালীতে আসছেন জনপ্রিয় কিশোর বক্তা মাওলানা জুনায়েদ আল হাবিব (কুমিল্লা)

প্রকাশিত হয়েছে-

 

আলমগীর ইসলামাবাদী
চট্টগ্রাম দক্ষিণ প্রতিনিধি

 

আগামীকাল চট্টগ্রামের বাঁশখালী উপজেলার আওতাধীন কাথারিয়া/বৈলছড়ীর মিলন মোহনায় আসছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন জনপ্রিয় কিশোর বক্তা মাওলানা জুনায়েদ আল হাবিব (কুমিল্লা ) হুজুর। তিনি আগামীকাল জুমাবর (২৬ শে ফেব্রুয়ারি ২১) বাঁশখালী থানার অন্তর্গত পূর্ব কাথারিয়া ও পশ্চিম বৈলছড়ী (মাধারি পাড়া)মানিক পাঠান সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে, ইসলামী দাওয়াতী কাফেলার উদ্যোগে ২১ তম ইসলামী মহা সম্মেলনে প্রধান ওয়ায়েজ হিসেবে তাক্বরীর পেশ করবেন। মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- বিশিষ্ট সমাজসেবক ও সাবেক ছাত্র নেতা জনাব এস,এম রিয়াজ উদ্দিন চৌধুরী (সুমন) বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট লেখক ও সাংবাদিক, এইচ এম আলমগীর ইসলামাবাদী, সহকারী প্রচার ও দাওয়াহ্ বিষয়ক সম্পাদক,
ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলা।

এতে প্রধান আলোচক হিসেবে বয়ান পেশ করবেন মাওলানা আবদুল্লাহ আল নোমান (ময়মনসিংহ) ,বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন, মাওলানা মুফতি আবু ছিদ্দিক সাহেব, সাতকানিয়া, মাওলানা শামসুদ্দিন আফতাব সাহেব,চট্টগ্রাম।
উক্ত সম্মেলনে উদ্বোধনী বক্তব্য রাখবেন, জনাব হানিফ মাহমুদ সাহেব, বিশিষ্ট সমাজসেবক ও দানবীর, গুনাগরী,বাঁশখালী,চট্টগ্রাম।

উক্ত সম্মেলনে সভাপতিত্ব করবেন, জনাব মোহাম্মদ নোমান চৌধুরী,সভাপতিঃ ইসলামী কাফেলা ও সাবেক মেম্বার।

উক্ত ইসলামী মহাসম্মেলনে আরো ওলামায়ে কেরামের শুভাগমন, এতে সকলের প্রতি দ্বীনি দাওয়াত রইল।