আলমগীর ইসলামাবাদী
চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ-
আগামীকাল চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় আসছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন খতিবুল উম্মাহ তারুণ্যের আইডল আল্লামা হাফিজুর রহমান সিদ্দিকী (কুয়াকাটা ) হুজুর। তিনি আগামীকাল রবিবার (৩ জানুয়ারী ২১) গন্ডামারা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের পূর্ব বড়ঘোনা উজির আলী তালুকদার বাড়ী প্রকাশ (আবুল খাইর বাড়ী) একতা সংঘের উদ্যােগে ৩য় তম ইসলামী মহা সম্মেলনে প্রধান ওয়ায়েজ হিসেবে তাক্বরীর পেশ করবেন। মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- বিশিষ্ট দানবীর ও সমাজসেবক জনাব নুরুল হক সিকদার।
এতে প্রধান আলোচক হিসেবে বয়ান পেশ করবেন, চট্টগ্রাম দারুল মা’রিফ মাদ্রাসার মুহাদ্দিস ও চট্টগ্রাম হালিশহর জামিয়া বাইতুল করিম মাদ্রাসার পরিচালক আল্লামা হাফেজ ফরিদ আহমদ আনছারী, প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন,জামিয়া আরবিয়া জিরি মাদ্রাসার পরিচালক মাওলানা হাফেজ খোবাইব,বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন,জামিয়া আরবিয়া জিরি মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা হুসাইন,হালিশহর জামিয়া বাইতুল করিম মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা জয়নুল আবেদীন,হাফেজ মাওলানা মহসিন, পশ্চিম পটিয়া শাহ মীরপুর মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা মুফতি ইসহাক,জামিয়া মিল্লিয়া বৈলছড়ি মাদ্রাসার সাবেক পরিচালক মাওলানা রফিকুল ইসলাম, পশ্চিম বড়ঘোনা দিদারিয়া নুরুল উলুম মাদ্রাসার পরিচালক মাওলানা হাফেজ ইসহাক,চাম্বল দারুল উলুম আইনুল ইসলাম মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা ফোজাইল বিন আব্দুল জলিল,পাহাড়তলী সেগুনবাগান তালী’মুল কুরঅান কমপ্লেক্সের সিনিয়র শিক্ষক মাওলানা নেছার আহমদ প্রমূখ।