এইচ এম শাহাবউদ্দিন তাওহীদ উখিয়া।
উখিয়া উপজেলা সদর বৃহত্তর রাজাপালং ইউনিয়নের পূর্ব অঞ্চলের সুপরিচিত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ডেইলপাড়া হোছাইন বিন আলী (রা:) মাদ্রাসার ২২তম বার্ষিক সভা ও পাগড়ি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে। উক্ত বার্ষিক সভা ও পাগড়ি প্রদান অনুষ্ঠানে দেশবরেণ্য ওলামায়েকেরাম, অতিথি বৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বুজুর্গানে দ্বীন উপস্থিত থাকবেন, আপনারা মাদ্রাসা পরিদর্শন করে দোয়া ও দানে শরীক হয়ে ইহকাল ও পরকালের মুক্তির পথ হাছিল করুন।
নিবেদন: মসজিদ ও মাদ্রাসা পরিচালনা কমিটির পক্ষে মাওলানা সৈয়দ হামজা সাহেব, পরিচালক অত্র মাদ্রাসা।