মোঃ রাকিব”বিশেষ প্রতিনিধিঃ
আর্মেনিয়ার দখলে রাখা আজারবাইনের ভূমি ফিরিয়ে দেয়ার জন্য আর্মেনিয়াকে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি।
পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ইরানি জনগণসহ মুসলিম বিশ্বের উদ্দেশে দেয়া ভাষণে আজারবাইজান ও আর্মেনিয়ার সংঘাতের বিষয়ে নিজের নীতি অবস্থান তুলে পরিষ্কার করেন তিনি।
দুদেশের মধ্যে চলমান সংঘাতকে অত্যন্ত দুঃখজনক ও আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি হিসেবে অভিহিত করেন তিনি।
তিনি বলেন, যত তারাতারি সম্ভব এ সংঘাতের অবসান ঘটা দরকার এবং আর্মেনিয়াকে অবশ্যই তাদের দখলে থাকা ভূমি আজারবাইজানকে ফিরিয়ে দিতে হবে। এটি আজারবাইজানের ন্যায্য অধিকার। একইসঙ্গে এই ভূমিতে যেসব আর্মেনীয় জনগোষ্ঠী বসবাস করেন তাদের অধিকারও সমুন্নত রাখতে হবে।
খামেনি বলেন, এই যুদ্ধের সুযোগ নিয়ে কেউ যদি ইরানের সীমান্তে সন্ত্রাসীদের জড়ো করার চেষ্টা করে তাহলে সেসব সন্ত্রাসীকে কঠোর হাতে দমন করা হবে।
নাগোরনো-কারাবাখ নিয়ে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার এসব বক্তব্য থেকে ওই অঞ্চলে সংকটের ব্যাপারে ইরানের অবস্থানের বিষয়টি পরিষ্কার হয়ে গেছে বলে ধারণা পর্যবেক্ষকদের।
Leave a Reply