শনিবার , ২৩শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ৮ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২৯শে সফর, ১৪৪৭ হিজরি

আনোয়ারায় দুই ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা জরিমানা

প্রকাশিত হয়েছে-

আনোয়ারা (চট্টগ্রাম)প্রতিনিধি

 

আনোয়ারায় উপজেলা সহকারী কমিশনার(ভূমি) তানভীর চৌধুরীর নেতৃত্বে চারটি ক্লিনিক ডায়াগনোস্টিক সেন্টারে মনিটরিং পরিচালনা করা হয়।

প্রতিষ্ঠানগুলো হল, সাইনিং ডায়গনস্টিক সেন্টার,দি ল্যাব এইড, ছায়াপথ ক্লিনিক,ও স্টার ল্যাব।

এতে প্রয়োজনীয় কাগজপত্র না থাকা এবং স্বাস্থ্যহানির ঝুঁকি নিয়ে ক্লিনিক পরিচালনা করার কারণে ছায়াপথ ক্লিনিক এন্ড হসপিটাল কে ২৫ হাজার এবং স্টার ল্যাবকে ৫,০০০ টাকাসহ সর্বমোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয় ও ঝুঁকিপূর্ণ সেবা প্রদান বন্ধ করার নির্দেশনা দেওয়া হয়।

উক্ত অভিযানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু জাহিদ মোহাম্মদ সাইফউদ্দীন এবং মেডিকেল টিম।