বুধবার , ৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ২০শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ - বসন্তকাল || ৫ই রমজান, ১৪৪৬ হিজরি

আনোয়ারার পুকুরে ডুবে শিশুর মৃত্যু

প্রকাশিত হয়েছে-

আনোয়ারা প্রতিনিধি

 

আনোয়ারায় পুকুরে ডুবে মো. আজান(২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার( ২২ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলার বরুমচড়া ইউনিয়নের বরুমচড়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে বাড়ির আঙ্গিনায় খেলারর সময় পরিবারের সদস্যদের অজান্তে পুকুরের পানিতে পড়ে যায়। মোহাম্মদ আজান স্থানীয় মাহাফুজুর রহমানের একমাত্র পুত্র।

শিশুটির পিতা মাহাফুজুর রহমান জানান, আমার ছেলেকে ঘরে দেখতে না পেয়ে সবাই খোঁজাখুঁজি করার পর পুকুরের মধ্যে ভাসমান অবস্থায় দেখতে পায়। পুকুর থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ছেলেকে মৃত ঘোষণা করেন। আজান আমার একমাত্র ছেলে।