শনিবার , ১৯শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ || ৪ঠা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ - বর্ষাকাল || ২৪শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

আনোয়ারায় চোরা মোটর সাইকেলসহ গ্রেপ্তার ২ যুবক

প্রকাশিত হয়েছে-

চট্টগ্রাম আনোয়ারা প্রতিনিধি

আনোয়ারায় চোরা মোটর সাইকেলসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৪ নভেম্বর) রাতে উপজেলার বটতলী ইউনিয়নের হলদিয়া গ্রামের চৌকিদার পাড়ায় থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের চোরাইকৃত মোটর সাইকেলটি জবদ্ধ করা হয়েছে।

আনোয়ারা থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বটতলী রুস্তমহাট এলাকায় একটি চোরাই মোটর সাইকেল কেনা-বেচা চলছে এখবর পেয়ে পুলিশ অভিযান চালালে একটি টিভিএস মোটর সাইকেলসহ ইয়াছির আরাফাত নামে একজনকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেয়া স্বীকারোক্তিতে মানিক নামে আরেক জনকে গ্রেপ্তার করা হয়। এসময়ে বান্দরবন জেলার লামা উপজেলার আবদুর রাজ্জাকের পুত্র আবদুর রহমান পালিয়ে যায়। তবে এরা দুইজনে পালিয়ে যাওয়া আরাফাতের কাছ থেকে গাড়িটি ক্রয় করছিলো বলে জানিয়েছে তারা। গ্রেপ্তারকৃতরা হল বটতলী হলদিয়া পাড়ার নুরুল ইসলামের পুত্র ইয়াছির আরাফাত (২১) ও মো. আইয়ূব আলীর পুত্র মো. মানিক (১৯)।