শনিবার , ২৩শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ৮ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২৯শে সফর, ১৪৪৭ হিজরি

আনোয়ারায় সূর্যমূখী ফসল চাষের মাঠ দিবস

প্রকাশিত হয়েছে-

আনোয়ারা প্রতিনিধি

 

আনোয়ারায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি উন্নয়ন প্রকলল্পের অধীনে তেল ফসল বৃদ্ধিতে ”সূর্যমূখী ফসল”র চাষের মাঠ দিবস শনিবার (২৭ ফেব্রুয়ারী)বিকাল ৩ টায় উপজেলার বারখাইন ইউনিয়নের শোলকাটা এলাকায় অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ঢাকা খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সরেজমিন উইং এর পরিচালক কৃষিবিদ একেএম মনিরুল আলম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাসানুজ্জামান। উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা ছরোয়ার আলমের সঞ্চালনায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা স্বপন দাশ, সূর্যমূখী চাষী কৃষক এসএম মহি উদ্দিনসহ স্থানীয় কৃষকরা