মঙ্গলবার , ৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১৫ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

আনোয়ারায় হাতির আক্রমণে বৃদ্ধের মৃত্যু

প্রকাশিত হয়েছে-

আনোয়ারা প্রতিনিধি

 

আনোয়ারা উপজেলার বটতলী ইউনিয়নের চাপাতলী গ্রামে হাতির পায়ে পিষ্ট হয়ে আবদুল আজিজ ফকির (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের মৃত আহমদ মিয়ার ছেলে।

শনিবার (২০ ফেব্রুয়ারি) ভোরে এই ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম আজিজ ফকির (৭০)। তিনি প্রায় সময় বিভিন্ন মাজার ও গ্রামগঞ্জে ঘুরে বেড়াতেন বলে জানা যায়।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে দেয়াং পাহাড়ে একটি বন্য হাতির দল বিচরণ করছে৷ রাত হলে বন্য হাতির দল লোকালয়ে চলে আসে৷ শুক্রবার রাতে হাতির দল লোকালয়ে নেমে আসলে আগুন ও বাজি ফুটিয়ে তাড়িয়ে দিলেও ভোরে আবারও হানা দেয়। এসময় আজিজ নামাজ পড়তে বের হলে হাতির আক্রমণে প্রাণ হারায়৷