আনোয়ারায় ১৫ নং ঘাটে অতিরিক্ত যাত্রী পরিবহনের দুই মাঝি আটক

আনোয়ারা (চট্টগ্রাম)প্রতিনিধি

আনোয়ারা উপজেলার সিইউএফএল ১৫নং ঘাটে আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এর ভ্রাম্যমাণ অভিযানে ঘাট পারাপার বোটে অতিরিক্ত যাত্রী পরিবহনের দায়ে দুইজন মাঝিকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (০৩) ডিসেম্বর সিইউএফএল ১৫নং ঘাট এলাকায় আনোয়ারা উপজেলা নিবার্হী কর্মকর্তা ( ইউএনও) শেখ জুবায়ের আহমেদ এর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

উক্ত অভিযানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জুবায়ের আহমেদ জানান,এই ঘাট দিয়ে একটি বোটে ২৫ জনের অধিক যাত্রী পরিবহনের ক্ষেত্রে বিধি নিষেধ দেওয়া হয়েছে। এরপরেও আমাদের কাছে বোটের মাঝিরা বিভিন্ন সময় অতিরিক্ত যাত্রী পরিবহন করার অভিযোগ আসে।
তিনি আরো জানান,এক্ষেত্রে যাত্রীদের নদী পারাপারে সর্বোচ্চ ২৫ জন যাত্রী ব্যতীত অতিরিক্ত যাত্রী পারাপারে সতর্কতা ও সচেতনতা অবলম্বন করার আহ্বান জানান।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *