শনিবার , ১৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ১লা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২২শে সফর, ১৪৪৭ হিজরি

আনোয়ারায় ১৯ হাজার ইয়াবাসহ দুইজন আটক

প্রকাশিত হয়েছে-

আনোয়ারা প্রতিনিধি

 

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অভিযান চালিয়ে ১৮ হাজার ৮৩০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

সোমবার রাতে উপজেলার তৈলারদ্বীপ সরকারহাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুইজন হলেন- নোয়াখালীর সেনবাগ উপজেলার দীঘিরপাড়া এলাকার বাচ্চু মিয়ার ছেলে জামাল হোসেন (৩০) ও চট্টগ্রামের পটিয়া উপজেলার জিরি এলাকার মো. আফসারের ছেলে নিজাম উদ্দিন (২৭)।

উদ্ধার করা ইয়াবাগুলোর আনুমানিক মূল্য ৯৫ লাখ টাকা বলে র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।

অভিযানে ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার জানান, র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করে। এ সময় ধাওয়া দিয়ে তাদের আটকের পর ট্রাভেল ব্যাগ তল্লাশি করে ১৮ হাজার ৮৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় আনোয়ারা থানায় একটি মামলা দায়ের করে তাদেরকে হস্তান্তর করা হয়েছে।