আনোয়ারা ইউপি নির্বাচনে নৌকার মাঝি হতে চান শাহজাদা সাইমুম ইফতেহার কাজিম উদ্দীন

আনোয়ারা প্রতিনিধিঃ

 

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার দেওয়া প্রতিশ্রুতি গ্রাম হবে শহর”সেই স্বপ্নপূরণে
আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে শুরু হয়েছে জমজমাট সামাজিক যোগাযোগ ফেসবুক প্রচার-প্রচারণা। আনোয়ারা উপজেলার ৯নং পরৈকোড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক প্রত্যাশী ও আওয়ামী লীগের চেয়ারম্যান মনোনয়ন আশাবাদী শাহজাদা সাইমুম ইফতেহার কাজিম উদ্দীন । ইতোমধ্যে সভা সমাবেশ, সামাজিক, রাজনৈতিক ও সেবামূলক কর্মকান্ডের মাধ্যমে ইউনিয়নবাসীকে ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে তার প্রার্থী হওয়ার কথাসামাজিক যোগাযোগে ম্যাধমে
৭ই মার্চ (রবিবার) এস. এম. পারভেজ বিষয়টি নিশ্চিত করেছে।

এ ব্যাপারে জানতে চাইলে মুঠোফোনে শাহজাদা সাইমুম ইফতেহার কাজিম উদ্দীন বলেন, আমি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সৈনিক।আমি পরৈকোড়া ইউনিয়নবাসীর মানুষের পাশে থেকে সেবা করতে চাই। সেই ধারাবাহিকতায় জনগণের চাহিদা মোতাবেক প্রার্থী হতে চাই। কারণ এলাকার প্রত্যেক জনগণের সাথে আমার আত্মার সম্পর্ক রয়েছে এবং ছোটবেলা থেকে ছাত্রলীগের রাজনীতির মাধ্যমে সাধারণ মানুষের পাশে থেকে সেবা দিয়ে আসছি । আমি চেয়ারম্যান হলে পরৈকোড়া ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলব। সেই সঙ্গে নারী নির্যাতন, সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত ইউনিয়ন গড়ে তুলব।

তিনি আরও বলেন, জনগণের মতামতের ভিত্তিতে যদি মনোনয়ন দেয়া হয় তাহলে আমি নৌকার মনোনয়ন পাব। জননেত্রী শেখ হাসিনা ও আনোয়ারার গর্ব ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, বাংলাদেশ আওয়ামী লীগ এর অর্থ ও পরিকল্পনা সম্পাদক ওয়াসিকা আয়শা খান (এমপি) ও চট্টগ্রাম দক্ষিন জেলা আওয়ামী লীগ এর যুগ্ন সাধারন সম্পাদক ও সাবেক কেন্দ্রিয় ছাত্রলীগের সহ-সভাপতি শাহজাদা মহীউদ্দীন যদি আমাকে মনোনয়ন দেন তাহলে আমি বিপুল ভোটের মাধ্যমে নির্বাচিত হবো বলে আশাবাদী।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *