আন্তর্জাতিক সোহাগী সাহিত্য সম্মেলন ২০২২
মোঃ সেলিম হাসান সরকারি নাজির আখতার কলেজ ক্যাম্পাস প্রতিনিধি
সোহাগী সাহিত্য পরিষদ -এর ২য় প্রতিষ্ঠাবার্ষিকী ও আন্তর্জাতিক গুণীজন সম্মাননা গত ০১ এপ্রিল ২০২২ রোজ শুক্রবার বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তন, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকায় অনুষ্ঠিত হয়। ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাহিত্য ও মানবসেবায় গুণীজনদেরকে সম্মাননা ও সনদপত্র প্রদান করা হয়। সবাইকে ফুল ও উত্তরীয় দিয়ে বরণ করা হয়। গ্রুপের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. জাহাঙ্গীর আলম রুস্তম, বিশ্বসেরা কবি ও পরিবেশ বিজ্ঞানী, প্রধান আলোচক মাহমুদুল হাসান নিজামী, কবি, গবেষক, লেখক ও বহু গ্রন্থ প্রণেতা, উদ্বোধক মোহাম্মদ আলমগীর জুয়েল, কবি ও সংগঠক, আলোচক জাকির হোসেন বিপ্লব, কবি ও সংগঠক, মোঃ খাজা হারুন, প্রধান উপদেষ্টা, সোহাগী গ্রুপ, ডাঃ আব্দুল হাকিম, সভাপতি, সোহাগী গ্রুপ, আল হাবিব, প্রতিষ্ঠাতা পরিচালক, সোহাগী গ্রুপ, বিশেষ অতিথি ড. আলহাজ্ব শরীফ সাকি, মনজু খন্দকার, খলিলুর রহমান সজল, শ ম দেলোয়ার জাহান, মোঃ সায়দুল হক, ডাঃ আনসার উদ্দীন ভুঞা, জীবন চক্রবর্তী, সজীম শাইন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনায়ঃ মোঃ মাহবুবুল আলম, মনিরুজ্জামান হীরা, শেখ আলমগীর হোসেন বাদশা, উপস্থাপনায়ঃ বিবি ফাতেমা, রিক্তা আক্তার ও রবিউল আলম রবি সরকার। অডিশনে ছিলেন নামী দামী গুণীজন। সন্ধ্যার পর শুরু হয় সম্মাননা প্রদান, সনদপত্র প্রদান, বইয়ের মোড়ক উন্মোচন, বিরিয়ানী ও পানি বিতরণ। সবার উপস্থিতি পেয়ে ধন্য হলো সোহাগী সাহিত্য পরিষদ। সফল ও সুন্দর একটি অনুষ্ঠান উপহার দিতে পেরে খুব ভালো লাগছে। আমরা সবার প্রতি কৃতজ্ঞতা জানাই। সবার প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। পরিশেষে সবার মঙ্গল কামনা করি।
অভিনন্দন ও, শুভ কামনা।
খুব সুন্দর ও সফল সাহিত্য অনুষ্ঠান সম্পূর্ণে “সোহাগী সাহিত্য পরিষদ” এর পরিচালক পর্ষদ গণকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভকামনা। আমি উত্তর উত্তর সাফল্য কামনা করি। সেই সাথে সংশ্লিষ্ট সকল পত্রিকার সংবাদিক ও সম্পাদককেওষজানাই আন্তরিক অভিনন্দন ও শুভকামনা।??