শুক্রবার , ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৯শে রমজান, ১৪৪৫ হিজরি

আমেরিকা ৫ দিনেও পারে না কিন্তু আমারা ৩-৪ মিনিটেই পারি: প্রধান নির্বাচন কমিশনার

প্রকাশিত হয়েছে-

মোঃ রাকিব”বিশেষ প্রতিনিধি

 

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বলেন, আমেরিকার নির্বাচনে পাঁচ দিনেও তারা ভোট গননা শেষ করতে পারেনি, তবে আমেরিকা না পারলেও বাংলাদেশ তা পারে। আমাদের ৩-৪ মিনিটেই ভোট গননা শেষ হয়ে যায়। তাই নির্বাচনের বিষয়ে বাংলাদেশের কাছ থেকে তাদের কিছু শেখার আছে।

গতকাল (১২ নভেম্বর ) বৃহস্পতিবার আইইএস স্কুলে ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে ভোটদান শেষে এধরনের মন্তব্য করেন তিনি।

কে এম নুরুল হুদা বলেন, ভোট সঠিকভাবে হচ্ছে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। নির্বাচন নিয়ে বিএনপি’র যে অভিযোগ তা ভিত্তিহীন।

ভোটার উপস্থিতি কম কেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ভোটাররা ভোট দিতে যাবে কি না যাবে এটা ভোটারদের বিষয়, নির্বাচন কমিশন শুধু ভোটের ব্যবস্থাপনা দেখবে। বিভিন্ন কারণেই ভোটার উপস্থিতি কম হতে পারে, এ বিষয়ে বিশেষজ্ঞরা ভালো বলতে পারবেন।