হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর মহাসচিব ও জামিআ মাদানিয়া বারিধারা মাদরাসার সম্মানিত মুহতামীম ও বিশিষ্ট আলেমে দীন আল্লামা নূর হোসাইন কাসেমী আজ দুপুরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রজিউন। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ মুজাহিদ কমিটি চট্টগ্রাম জেলা শাখা।
সংগঠনের মুহতারাম জেলা ছদর মাওলানা মোজাম্মেলুল হক, সাধারণ সম্পাদক মু.সাইফুদ্দীন দৌলতপুরী ও যুগ্ম সম্পাদক সাংবাদিক আলমগীর ইসলামাবাদী এক যৌথ শোকবার্তায় আল্লামা কাসেমীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
নেতৃদ্বয় বলেন, আল্লামা কাসেমী এদেশের একজন প্রবীন আলেম এবং ইসলামী রাজনীতিতে একজন অভিভাবকতুল্য ব্যক্তিত্ব ছিলেন। তাঁর মৃত্যুতে দেশ ও জাতির মাঝে ইসলামী ও ইলমী অঙ্গনে যে শূন্যতা তৈরি হলো; তা কখনো পূরণ হবার নয়। আল্লাহ তায়ালা তাঁকে ক্ষমা করে দিন এবং তাঁর কবরকে নূরে রহমত দ্বারা ভরপুর করে দিন। আমীন।
বার্তা প্রেরক
আতাউল্লাহ ইসলামাবাদী
প্রচার সম্পাদকঃ
বাংলাদেশ মুজাহিদ কমিটি
চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখা
Leave a Reply