হাটহাজারী মাদরাসায় আনাস মাদানীর সোচ্ছাচারিতা এবং নিরীহ ছাত্রদের ওপর জুলুমের বিরুদ্ধে সৃষ্ট প্রতিবাদের ফলে গত বুধবার এবং বৃহস্পতিবার দুদফা মজলিশে শূরার বৈঠক থেকে নিম্ন সিদ্ধান্ত সমূহ গ্রহণ করা হয়।
১. মাওলানা আহমদ শফি সাহেব কে মুহতামিমের পদ থেকে অব্যাহতি দিয়ে সদরে মুহতামিম নিযুক্ত।
২. হাটহাজারী মাদরাসার পরবর্তী মুহতামিম নিযুক্ত না হওয়া পর্যন্ত মজলিশে শূরা পরিচালনার জিম্মাদারি পালন করবে।
৩. শফিপুত্র মাওলানা আনাস কে হাটহাজারী মাদরাসা থেকে স্থায়ীভাবে বহিষ্কার।
৪. আনাসের চামচা হিসেবে স্বীকৃত ও রোহিঙ্গা নেতা হিসেবে পরিচিতি মাওলানা নুরুল ইসলামকে সব দায়িত্ব থেকে অব্যাহতি।
৫. কোন ছাত্রকে আন্দোলনের জন্য হয়রানি করা হবেনা মর্মে ঘোষণা।
৬. আনাস কর্তৃক ভর্তি বাতিল ছাত্রদের ভর্তির সুযোগ দেওয়া হবে।
১৭/৮/২০২০ ইংরেজী রোজ বৃহস্পতিবার উপস্থিত শুরা সদস্য এবং সিনিয়র উস্তাদদের সম্মিলিত সিদ্ধান্তে উপরোক্ত সিদ্ধান্ত গুলো গ্রহণ করা হয়।
Leave a Reply