বৃহস্পতিবার , ১৪ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ৩০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ - বর্ষাকাল || ২০শে সফর, ১৪৪৭ হিজরি

আল্লামা সুলতান যওক নদভী হাফিজাহুল্লাহ গুরুতর অসুস্থ; দোয়া চাই সকলের।

প্রকাশিত হয়েছে-

এইচ এম শাহাবউদ্দিন তাওহীদ।

চট্টগ্রাম দারুল মা’আরিফ আল ইসলামিয়া’র প্রতিষ্ঠাতা পরিচালক ও আরবি ভাষাবিদ আল্লামা সুলতান যওক নদভী সাহেব হাফিজাহুল্লাহ গুরুতর অসুস্থ হয়ে চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। বর্তমানে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালের স্টেপে ডাউন থেকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছে। জামিয়া দারুল মা’আরিফ আল-ইসলামিয়ার সিনিয়র মুহাদ্দিস মাওলানা এনামুল হক মাদানী জানিয়েছেন, প্রবীণ এই আলেম দীর্ঘদিন ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছেন তিনি।