আসন্ন জেলা পরিষদ নির্বাচন-২০২২, বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোস্তাক আহমেদ চৌধুরী’র মোটর সাইকেল মার্কার সমর্থনে আয়োজিত উখিয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে উখিয়া উপজেলার জনপ্রতিধিদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
৪ অক্টোবর ইনানী অর্কিড ব্লো’তে সকাল সাড়ে ১০ টায় উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষযক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা,
উক্ত মতবিনিময় সভায় উখিয়া উপজেলার জনপ্রতিদের উদ্দেশ্য বক্তব্য রাখেন আসন্ন জেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোস্তাক আহমেদ চৌধুরী।
উক্ত জনপ্রতিনিধি মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সদস্য ও উখিয়া-টেকনাফের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আবদুর রহমান বদি, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল করিম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম মকুল, জেলা আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ইঞ্জিনিয়ার বদিউল আলম,
আসন্ন জেলা পরিষদের নির্বাচনে ১৭ নভেম্বর মোটর সাইকেল মার্কার সমর্থনে মোস্তাক আহমেদ চৌধুরীকে উখিয়া উপজেলা জনপ্রতিধিদের সর্বসমর্থনে জয়যুক্ত করার আহ্বান জানান উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী।
Leave a Reply