সোমবার , ২১শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ || ৬ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ - বর্ষাকাল || ২৬শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

ইনানী ইসলামী যুব ঐক্য পরিষদের প্রেসিডিয়াম সদস্য হাফেজ মোহাম্মদ শাহীনের( রহ.) আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন

প্রকাশিত হয়েছে-

নিউজ ডেস্কঃ

জমকালো আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো ইনানী ইসলামী যুব ঐক্য পরিষদের প্রেসিডিয়াম সদস্য হাফেজ মোহাম্মদ শাহীনের( রহ.) আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল, উক্ত দোয়া ও ইফতার মাহফিল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাতব্বর পরিবারের সুযোগ্য উত্তরসূরী জনাব, এস এম জসিম উদ্দিন মাতব্বর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাধীন বাংলাদেশের জালিয়া পালং ইউনিয়ন নির্বাচিত সর্ব প্রথম চেয়ারম্যান প্রয়াত আবদুল হক মিয়ার জ্যেষ্ঠ পুত্র জনাব এমদাদুল হক চৌধুরী, গুরুত্বপূর্ণ আলোচনা করেন ইনানীর বিশিষ্ট আলেমদ্বীন জনাব হজরত মাওলানা আজিজুল হক সাহেব,ও মাওলানা আসাদ আলমগীর সাহেব, উক্ত ইফতার ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন, জনাব শফি আলম সাহেব ( শাহীনের আব্বাজান) উক্ত ইফতার ও দোয়া মাহফিলে শেষ মোনাজাতটুকু করেন ইনানী কেন্দ্রীয় জামে মসজিদ সম্মানিত খতিব, রাহবারে ঐক্য পরিষদ,জনাব হাফেজ মাওলানা ক্বারী হারুন সাহেব, উপস্থিত ছিলেন মাওলানা সাঈদ সাহেব, এছাড়া আরো উপস্থিত ছিলেন হাসিমুখ ফাউন্ডেশনের প্রতিনিধিবৃন্দ, দৃপ্ত জাগরণ ফাউন্ডেশনের প্রতিনিধিবৃন্দ,ইনানী স্টুডেন্ট ইউনিট সোসাইটির প্রতিনিধিবৃন্দ সহ অনেকেই, সর্বোপরি এই যারা এই প্রোগ্রাম সফল করার জন্য সহযোগিতা করছেন সকলকে প্রতি কৃতজ্ঞতা।