বৃহস্পতিবার , ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২৩শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

ইসলামি মাহাছ এর বিরুদ্ধে মিথ্যা অভিযোগে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

প্রকাশিত হয়েছে-

রোহিঙ্গা ডেস্কঃ

ছবি দেওয়া আছে, আরছা গ্রুপের   

 

কক্সবাজার জেলার উখিয়া টেকনাফ এলাকায় অবস্থিত রোহিঙ্গা রিফুজি ক্যাম্পে গত কয়একদিন ধরে যে সন্ত্রাসী হামলা গুলো হচ্ছে, সেই অত্যাচারি হামলার মুলহুতা হচ্ছে আরছার সন্ত্রাসী বাহিনীরা।

২০১৭সালে রোহিঙ্গারা রিফুজি হওয়ার পূর্বে দেশে থাকা অবস্থায় শুরু করে ক্যাম্পে রিফুজি হওয়ার পরেও।

২০১৬সালের অক্টোবর মাস থেকে শুরু করে এপর্যন্ত সাধারণ রোহিঙ্গাদের উপর যে নির্যাতন নিপীড়ন হচ্ছে বলারমত ভাষা নেই (বিশেষ করে ক্যাম্পে সাধারণ রোহিঙ্গাদের উপর যে নির্যাতন নিপীড়ন  হচ্ছে) সবগুলো আরছার সন্ত্রাসী বাহিনীরা করে যাচ্ছে বলে রোহিঙ্গাদের অভিযোগ।

আরো বলেন, আরছার সন্ত্রাসী বাহিনীরা ক্যাম্পে সাধারণ রোহিঙ্গাদের উপর জুলুম নির্যাতন লাগাতার চালিয়ে যাওয়ার পরেও শেষ পর্যন্ত অভিযোগের বুঝাটা তুলে দিচ্ছে ইসলামি মাহাছ নামের একটি গ্রুপের উপরে,

এব্যাপারে সাধারণ রোহিঙ্গারা বলেন, বাংলাদেশের রিফুজি ক্যাম্পে ইসলামি মাহাছ নামের কোন সদস্য আমরা দেখিনিই এবং চিনি না।

তারা আরো বলেন, ২/৩ অনলাইন পত্রিকায় প্রকাশিত সংবাদের ইসলামি মাহাছ নামের গ্রুপের বিরুদ্ধে যে অভিযোগ প্রকাশিত হয়েছে আমরা তার প্রতিবাদ জানাচ্ছি।

সঠিক তদন্তের মাধ্যমে অবিলম্বে আরছা সন্ত্রাসী হামলাকারীদের কে আইনের আওতায় এনে বিচার করা হউক।