বৃহস্পতিবার , ১৪ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ৩০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ - বর্ষাকাল || ২০শে সফর, ১৪৪৭ হিজরি

ইসলামী আন্দোলন বাংলাদেশ বাঁশখালী উপজেলা শাখার দাওয়াতী মাসের উদ্বোধন

প্রকাশিত হয়েছে-

আলমগীর ইসলামাবাদীঃ- চট্টগ্রাম জেলা প্রতিনিধি, 

আজ (০১ মার্চ২২) মঙ্গলবার বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্র ঘোষিত দাওয়াতী মাস (১-৩১মার্চ) ২০২২ বাস্তবায়নের লক্ষ্যে সংগঠনটির বাঁশখালী শাখার উপজেলা সদরে কার্যক্রমটির শুভ উদ্বোধন করা হয়েছে।

বাঁশখালী উপজেলা শাখা সভাপতি মাওলানা আতাউল্লাহ ইসলামাবাদীর সভাপতিত্বে, সেক্রেটারী, মাওলানা জসিম উদ্দীন মিছবাহ’র সঞ্চালনায় দাওয়াতী মাস উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম জেলা দক্ষিণ এর ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক, মাওলানা জয়নুল আবেদীন মুনতাসীর।

আরো উপস্থিত ছিলেন, বামুক চট্টগ্রাম জেলা দক্ষিণ এর মুহতারাম সদর, মাওলানা মোজ্জাম্মেলুর হক, মাওলানা আমির হোসাইন নাছিরী, মাওলানা আবু হানিফ, হাফেজ মাওলানা ইব্রাহিম, মুহাম্মদ বেলাল উদ্দীন, যুব আন্দোলন উপজেলা সভাপতি, মাওলানা হাশেম বিন কাদের, মাওলানা গিয়াসউদ্দিন, ইসলামী ছাত্র আন্দোলন চট্টগ্রাম জেলা দক্ষিণ এর সভাপতি, মুহাম্মদ আব্বাস উদ্দীন সহ স্থানীয় উপজেলা শাখার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ প্রমুখ।

অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন স্বতস্ফূর্তভাবে সদস্য ফরম পূরণ করে ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান করেন।