ইসলামী আন্দোলন বাংলাদেশ বাঁশখালী উপজেলার আয়োজিত মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল

রেজাউল আজিম (বাঁশখালী প্রতিনিধি)
ইসলামী আন্দোলন বাংলাদেশ বাঁশখালী উপজেলা শাখার কতৃক আয়োজিত মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে, ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী আল্লামা হাফেজ ফরিদ আহমদ আনছারী বলেন, যত ধরণের অপকর্ম আছে সব ত্যাগ করে আমাদের তাক্বওয়াবান হতে হবে, তাক্বওয়া হাসিল করতে পারলে আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশের ঝান্ডা নিয়ে সফল হতে পারবো।আমাদের উপরস্থ শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ যারা আছে সবাই তাক্বওয়াবান, যার ফলে আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশের দিন দিন সাফল্যের দিকে অগ্রসর।

আজ ২২শে এপ্রিল (জুমাবার) বাঁশখালী উপজেলায় অবস্থিত গ্রীন চিলি রেস্তোরায় ইসলামী আন্দোলন বাংলাদেশ বাঁশখালী উপজেলা সভাপতি মাওলানা আতাউল্লাহ ইসলামাবাদী সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

তিনি আরো বলেন:- আগামী ১২ মে বাঁশখালীতে ও ২৭শে মে চট্টগ্রাম মহানগরে ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাইর আগমন উপেক্ষা করে সমস্ত দায়িত্বশীলদের বন্ধু-বান্ধব সবাইকে দাওয়াত দিয়ে প্রস্তুতি গ্রহণ করার আহ্বান করেন।

সেক্রেটারী মাওলানা জসিম উদ্দিন এর পরিচালনায় আয়োজিত ইফতার মাহফিল ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন আনোয়ারা শাহমীরপুর মাদ্রাসার প্রধান মুফতি, মাওলানা মুফতি ইসহাক সাহেব, সহ-সভাপতি মাওলানা আবুল কালাম,প্রচারও প্রকাশনা সম্পাদক মাওলানা আমির হোসাইন নাছিরী, বাংলাদেশ মুজাহিদ কমিটি চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি মাওলানা মুজাম্মেল হক, বাংলাদেশ মুজাহিদ কমিটি বাঁশখালী উপজেলার সভাপতি মাওলানা নুরুল আমিন, ইসলামী যুব আন্দোলন বাঁশখালী উপজেলা সাধারণ সম্পাদক মাওঃ খালেদ সাইফুল্লাহ, ৭নং সরল ইউনিয়ন ৫নং ওয়ার্ডের মেম্বার পদ পার্থী ছৈয়দুল আলম, বিশিষ্ট মিডিয়া কর্মী এম. রেজাউল আজিম সহ ইসলামী আন্দোলন, যুব আন্দোলন ও ছাত্র আন্দোলনের বিভিন্ন দায়িত্বশীল, কর্মী ও সমর্থকদের উপস্থিতে প্রধান অতিথির মোনাজাতের মাধ্যমে আলোচনা সভা ও ইফতার মাহফিল সমাপ্ত হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *