রাজনীতি গণমানুষের কল্যাণের জন্য; প্রতিহিংসার রাজনীতি কারো কাম্য নয়
-সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলা
ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলার ২০২১-২২ সেশনের নব গঠিত জেলা কমিটির দায়িত্বশীলদের শপথগ্রহণ আজ (২১ ফেব্রুয়ারি২১) শুক্রবার বিকাল ৩ টায় আনোয়ারা চাতুরী চৌমুহনী মদিনা হোটেলে এর ৩য় তালায় হল রুমে অনুষ্ঠিত হয়।জেলা সহ-সভাপতি মাওলানা মোহাম্মদ হারুন এর সভাপতিত্বে ও সেক্রেটারী এইচ এম রুহুল্লাহ তালুকদার এর সঞ্চালনায় অনুষ্ঠিত শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলার নব নির্বাচিত সভাপতি মাওলানা মুজাহিদ ছগীর আহমদ চৌধুরী।
অনুষ্ঠানে প্রধান অতিথি মাওলানা মুজাহিদ ছগীর আহমদ চৌধুরী বলেছেন, রাজনীতি মানুষের কল্যাণের জন্য। যে রাজনীতিতে গণমানুষের কল্যাণ নেই তা কেউ করতে পারে না। তিনি বলেন, রাজনীতি কোনো ভোগের বিষয় নয় বরং মানবতার কল্যাণে নিবেদিত। রাজনীতির এক শ্রেণির উচ্চাভিলাষীরা আমাদের দেশের রাজনীতির লক্ষ্যচ্যুতি করেছে। কল্যাণকামী ও উৎপাদনমুখী রাজনৈতিক ধারা প্রতিষ্ঠা ছাড়া মানবতার কাঙ্খিত মুক্তি সম্ভব নয়।
তিনি বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ জনগণের অধিকার প্রতিষ্ঠায় রাজনীতিতে গুণগত পরিবর্তনের জন্যে কাজ করে যাচ্ছে। বর্তমানে দেশে সুস্থ ধারার রাজনীতি নেই। মানুষের নাগরিক ও মানবিক অধিকার ভুলুণ্ঠিত। দেশে একদলীয় ও কর্তৃত্ববাদী শাসন চলছে। নিয়মতান্ত্রিক রাজনীতির পথ রুদ্ধ করে রেখেছে সরকার। তিনি বলেন, সর্বত্র ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে। মানুষের জান-মাল, ইজ্জত আব্রুর নিরাপত্তা নেই। সরকার প্রশাসনকে দলীয় স্বার্থে ব্যবহার করে সর্বত্র দুর্নীতি, লুটপাট কায়েম করছে।
তিনি আরো বলেন, দেশকে সমৃদ্ধ, আত্মনির্ভরশীল ও কল্যাণরাষ্ট্রে পরিণত করার নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দেশকে কল্যাণরাষ্ট্রে পরিণত করতে পারলে সর্বত্র ইনসাফ প্রতিষ্ঠা হবে। তিনি মানুষের ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তির জন্য সকলকে ইসলামী আন্দোলনের পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে ২০২১-২২ সেশনের নব গঠিত চট্টগ্রাম দক্ষিণ জেলা কমিটির দায়িত্বশীলগণ শপথ গ্রহণ করেন। এরপরে তাদেরকে নিম্মোক্ত বিভাগের দায়িত্ব অর্পণ করা হয়।
১ সভাপতি- মাওলানা মুজাহিদ ছগীর আহমদ চৌধুরী
২ সহ সভাপতি- মাওলানা মোহাম্মদ হারুন
৩ সহ সভাপতি- মাওলানা আনিছুর রহমান
৪ সেক্রেটারী- আলহাজ্ব এইচ এম রুহুল্লাহ তালুকদার
৫ জয়েন্ট সেক্রেটারী- মাওলানা আতাউল্লাহ ইসলামাবাদী
৬ সাংগঠনিক সম্পাদক- ইন্জিনিয়ার মোস্তাক আহমেদ
৭ সহ- সাংগঠনিক সম্পাদক- মাষ্টার আবু ফাইজা
৮ প্রচার ও দাওয়াহ্ বিষয়ক সম্পাদক- মাওলানা আনোয়ার
৯ সহ- প্রচার ও দাওয়াহ্ বিষয়ক সম্পাদক- আলমগীর ইসলামাবাদী
১০ দফতর সম্পাদক- হাফেজ মাওলানা আরিফ উদ্দিন
১১ অর্থ ও প্রকাশনা সম্পাদক- মাওলানা মিজানুর রহমান বাদশা
১২ সহ- অর্থ ও প্রকাশনা সম্পাদক-
মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী
১৩ প্রশিক্ষণ সম্পাদক- মাওলানা হাবিবউল্লাহ
১৪ সহ- প্রশিক্ষণ সম্পাদক- মাওলানা আমিনুল ইসলাম
১৫ ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক- মাওলানা জয়নাল আবেদীন
১৬ শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক-হাফেজ মাওলানা আইয়ুব
১৭ আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক- মোহাম্মদ আবদুল আলিম
১৮ সমাজ কল্যাণ সম্পাদক- মোহাম্মদ সাইফুল ইসলাম খোকা
১৯ শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক- মাওলানা আইয়ুব পুকুরিয়াবী
২০ সদস্য- মাওলানা মোজাম্মেলুল হক
২১ সদস্য- মু.সাইফুদ্দীন দৌলতপুরী
বার্তা প্রেরকঃ-
আলমগীর ইসলামাবাদী
সহ-প্রচার ও দাওয়াহ্ সম্পাদকঃ
ইসলামী আন্দোলন বাংলাদেশ
চট্টগ্রাম দক্ষিণ জেলা।
Leave a Reply