শুক্রবার , ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১৭ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

ইসলামী ছাত্রসেনা পরৈকোড়া ইউনিয়ন শাখার কাউন্সিল অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে-

আনোয়ারা প্রতিনিধিঃ

 

কুরআন-সুন্নাহ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য’ এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা উপজেলার ৯নং পরৈকোড়া ইউনিয়ন শাখার কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৫ই মার্চ) বিকেলে ওষখাইন শাহ্ আলী রজা (রহঃ)আলীম মাদ্রাসার হল রুমে ইসলামী ছাত্রসেনা পরৈকোড়া ইউনিয়ন শাখার সভাপতি শাহজাদা নাঈম উদ্দীন রজায়ী এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাত আনোয়ারা উপজেলার সাংগঠনিক সম্পাদক শাহাজাদা মাওলানা মুহাম্মদ আব্দুল কাদের চাঁদ মিয়া, উদ্বোধক ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ৯নং পরৈকোড়া ইউনিয়নের সাবেক সভাপতি আলহাজ্ব মুহাম্মদ হাসান আলী, সম্মানিত অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ৯নং পরৈকোড়া ইউনিয়ন শাখার উপদেষ্টা আব্দুল করিম, সি.সহ-সভাপতি জননেতা মুহাম্মদ নুরুল আমিন, সহ-সভাপতি জননেতা মুহাম্মদ ইয়াকুব আলী, মুহাম্মদ ফরিদুল আলম, জননেতা মুহাম্মদ ফেরদৌস বাবু, যুবনেতা রেজাউল করিম, ছাত্রসেনা ৯নং পরৈকোড়া ইউনিয়ন শাখার সাবেক সভাপতি ছাত্রনেতা মুহাম্মদ শহিদুল ইসলাম, কাউন্সিল অধিবেশনে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা আনোয়ারা উপজেলা পূর্ব পরিষদের সাধারণ সম্পাদক ছাত্রনেতা আ ন ম নাছির উদ্দিন, বিশেষ বক্তা ছিলেন সাংগঠনিক সম্পাদক ছাত্রনেতা আতাউল মোস্তফা জামশেদ।

কাউন্সিলে বক্তারা বলেন, ‘ইসলামের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে যুবসমাজকে এগিয়ে আসতে হবে। বাতিলপন্থিরা ইসলামের ব্যানারে যুবসমাজকে জঙ্গি কার্যক্রমে সম্পৃক্ত করছে আর এই প্রতিকূল সময়ে ছাত্রসেনাই হলো একমাত্র মুক্তির সোপান।’

বর্তমানে দেশে উগ্র মতাদর্শীরা ধর্ম নিয়ে নানা বিভ্রান্তি ছড়াচ্ছে। এ থেকে তরুণদের দূরে রাখতে হবে। নয়তো জঙ্গিবাদের উত্থান ঠেকানো যাবে না।

সকলের সর্বসম্মতিক্রমে আগামী ২০২১-২২ সেশনের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা ৯নং পরৈকোড়া ইউনিয়ন শাখার মুহাম্মদ আবু সাঈদকে সভাপতি, আমজাদ হোসেনকে সাধারণ সম্পাদক, ফখরুদ্দিন জাবেদকে সাংগঠনিক সম্পাদক, মুহাম্মদ মেহেরাজকে অর্থ সম্পাদক নির্বাচিত করে নতুন কমিটি ঘোষণা করা হয়।