শনিবার , ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

ইসলামী ছাত্র আন্দোলন পটিয়া সাংগঠনিক জেলা শাখার উদ্যোগে দুই শতাধিক নবীন আলেমকে সংবর্ধনা

প্রকাশিত হয়েছে-

,,আলমগীর ইসলামাবাদী চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ

‘পরিবর্তিত বিশ্ব রাজনীতিতে ইসলামী খেলাফত পুনরুদ্ধারে ওলামায়ে কেরামের করনীয় এই প্রতিপাদ্যকে সামনে রেখে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ পটিয়া সাংগঠনিক জেলা শাখার উদ্যোগে ২০ শে ফেব্রুয়ারী রোজ সোমবার বেলা ২ টা থেকে পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে শাখার সভাপতি মুহাম্মাদ আরফাত হোসাইনের সভাপতিত্বে ‘সেমিনার ও নবীন আলেম সংবর্ধনা ২০২৩’ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নায়েবে আমীর আল্লামা আব্দুল হক আজাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
ইসলমী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক প্রফেসর আল্লামা ডঃ বেলাল নূর আজিজী
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল, ইউসুফ আহমাদ মানসুর।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন,চট্টগ্রাম (১৬)বাঁশখালী সংসদীয় আসন থেকে হাতপাখা পতিকে জাতীয় সাংসদ নির্বাচনে পদপ্রার্থী ও হালিশহর জামিয়া বাইতুল কারিম মাদ্রাসার শায়খুল হাদীস আল্লামা হাফেজ ফরিদ আহমেদ আনসারী, ও চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রভাষক ও খতিব আল্লামা ড. শুয়াইব রশিদ মাক্কীসহ জেলা ও থানা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।