মঙ্গলবার , ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ || ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১৪ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জালিয়াপালং ইউনিয়নের ইফতার মাহফিল ও ইউনিয়ন আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

প্রকাশিত হয়েছে-

ওমর ফারুক সহকারী বার্তা সম্পাদক উখিয়া ভয়েস ২৪.কম

উখিয়া থানা শাখার আওতাধীন জালিয়াপালং ইউনিয়নের এর আহবায়ক কমিটি ঘোষণা করা হয় অদ্য রবিবার ২৪শে এপ্রিল ২০২২ইং।

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর উখিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও হলদিয়া পালং ইউনিয়ন এর সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা জাহাঙ্গীর রফিক।

প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন,ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলা সাবেক শুরা সদস্য ও উখিয়া থানা শাখার বর্তমান সভাপতি সাংবাদিক ওমর ফারুক।

বক্তব্য রাখেন,ইসলামী যুব আন্দোলনে’র উখিয়া থানা শাখার সংগ্রামী সভাপতি সাইফুল্লাহ চৌধুরী। ইসলামী ছাত্র আন্দোলন এর সাবেক সভাপতি খাইরুল আমিন।
ইসলামী আন্দোলন বাংলাদেশ এর জালিয়াপালং ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা নুরুল আমীন।

আরো উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সহযোগী সংগঠন এর নেতৃবৃন্দ ও ইসলামী ছাত্র আন্দোলন এর সদস্য বৃন্দ।

উক্ত বৈঠকে এক পর্যায়ে বক্তারা বলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জাহেলীয়াতে অবসান ঘটিয়ে কোরআন সুন্নাহ অনুযায়ী কোলাফায়ে রাশেদার নমুনায় সমাজ ও রাস্ট্রকে গঠন করা ও নিজের আত্মশুদ্ধির ভিবেচনা করায় মূল লক্ষ।
বর্তমান বাংলাদেশে ইসলামী সংগঠন এর মধ্যে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ একপর্যায়ে বাতিলের পক্ষে আছে ও হকের পথে অনুসরণ করে।

বর্তমান উখিয়া উপজেলায় প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডের কমিটি গঠন এর কাজ চলতেছে।সে সমর্থনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ পুরা দেশে অন্যায় অবিচার দূর্ণীতি ও মাদক মুক্ত দেশ গঠন করতে শ্রেষ্টা চলাচ্ছে।

উক্ত বৈঠক শেষে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর উখিয়া থানা শাখার সভাপতি ওমর ফারুক জালিয়াপালং ইউনিয়ন শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা করেন,আহ্বায়ক কমিটিতে যাদের নাম ঘোষণা করা হলো তারা হচ্ছে,
আহ্বায়কঃ- মোহাম্মদ ইমরান।
যুগ্ম আহ্বায়কঃ- মোহাম্মদ জুনায়েদ।
সদস্য সচিবঃ- মোহাম্মদ আব্দুল্লাহ।
সাধারণ সদস্যঃ- মোহাম্মদ মোরশেদ।

উক্ত নতুন আহ্বায়ক কমিটির নতুন দায়িত্বশীলকে শপথ পাঠ করিয়ে আগামী পূর্নাঙ্গ কমিটি করার তারিখ ঠিক করে  মোনাজাতের মাধ্যমে বৈঠক শেষ করা হয়।