শুক্রবার , ৫ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ইহুদিবাদীদের সঙ্গে ইসলামাবাদ কখনোই সম্পর্কে জড়াবে না: ইমরান খান

প্রকাশিত হয়েছে-
  • মোঃ রাকিব”বিশেষ প্রতিনিধিঃ

ইহুদিবাদী রাষ্ট্র ইসরাইলকে স্বীকৃতি দেয়ার জন্য পাকিস্তানের ওপর চাপ আসছে বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। পাশাপাশি তিনি ইসরায়েলের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে বলেছেন, “ইহুদিবাদীদের” সঙ্গে ইসলামাবাদ কখনোই সম্পর্কে জড়াবে না।

পাকিস্তানের একটি বেসরকারি টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে তিনি এধরনের বক্তব্য দেন।

ইমরান খান বলেন, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন ইসরাইলকে স্বীকৃতি দেয়ার পর ইসলামাবাদকেও তাদের মতোই ইসলামের সাথে গাদ্দারি করতে চাপ দেয়া হচ্ছে। কিন্তু ইমরান খান বলেন, তার সরকার এখন পর্যন্ত সে চাপ উপেক্ষা করে এসেছে।

পাক প্রধানমন্ত্রী আরও বলেন, যতদিন ফিলিস্তিনিদের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার আগ পর্যন্ত আমি কোনো অবস্থাতেই ইসরাইলকে স্বীকৃতি দেয়ার কথা ভাবতেও চাই না।

কিন্তু ঠিক কাদের পক্ষ থেকে এমন চাপ আসছে, সে প্রশ্নের জবাবে ইমরান খান সুনির্দিষ্ট কোনো দেশের কথা বলেননি।

তিনি বলেন, কিছু কথা থাকে, যা আমরা চাইলেও বলতে পারি না। তাদের সঙ্গে আমাদের অনেক ভালো সম্পর্ক রয়েছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, “আমেরিকার ওপর ইসরাইলের একটা গভীর প্রভাব রয়েছে। আর এ কারণেই এই ধরনের চাপ সৃষ্টি করা হচ্ছে। ডোনাল্ড ট্রাম্পের শাসনামলে এই চাপটা বেশি ছিল।

তবে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ফিলিস্তিন ইস্যুতে কি ধরনের নীতি গ্রহণ করেন পাকিস্তান তা দেখার অপেক্ষায় রয়েছে বলে জানান ইমরান খান।