শুক্রবার , ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ - শীতকাল || ২৫শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

ঈদগাঁও নাসি খালে ডুবে তিন যুবকের মৃত্যু: জানাযা সম্পন্ন

প্রকাশিত হয়েছে-

ইমরান তৌহিদ রানা, নবম ঈদগাঁও প্রতিনিধি

কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার দরগাহপাড়া ৭ নং ওয়ার্ডে নাসি খালে ঢলের পানিতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে তিন যুবকের মৃত্যু হয়েছে। গতকাল বিকাল সাড়ে ৫ ঘটিকার দিকে ২জন,পরে আরেক জনের লাশ উদ্ধার করে ফায়ার সার্বিসের ডুবুরির দল। এর আগে দুপুরে মোহাম্মদ ফারুক (২৫), মোর্শেদ আলম (১৮) ও দোলোয়ার হোছেন (২০) নামের তিন যুবক নাসি খালে মাছ ধরতে গিয়ে ঢলের পানিতে ডুবে যায়। ঘটনার পর থেকে দমকল বাহিনী ও সাবেক চেয়ারম্যান সোহেল জাহান চৌধূরী এবং স্থানীয় লোকজন তাদের উদ্ধারের অনেক তৎপরতা চালায়। দীর্ঘ প্রায় সাড়ে ৫ ঘন্টা পরও মোহাম্মদ ফারুক, মোর্শেদ আলম ও দোলোয়ার হোছেনকে জীবত বা মৃত উদ্ধার করা যায়নি। অবশেষে বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে চট্টগ্রামের ডুবুরির দল ঘটনাস্থলে পৌছে। পৌনে ৫টা থেকে তারা উদ্ধার তৎপরতা শুরু করেছিল। এদিকে মাছ ধরতে গিয়ে তিন যুবক ডুবে যাওয়ার খবরে ঘটনাস্থলে হাজারো উৎসুক জনতা ভীড় জমায়। বৃষ্টি বাদল উপেক্ষা করে উদ্ধার কাজ অব্যাহত ছিল। অবশেষে মৃত হলেও তাদের পেয়ে স্থানীয়রা স্বস্তির নিঃশ্বাস ফেলে। অদ্য ২৯ জুলাই সকাল ১১ ঘটিকার সময় ঈদগাঁও ৭ নং ওয়ার্ডের দরগাহপাড়া বারআউলিয়া মসজিদের মাঠ প্রাঙ্গণে মরহুমের জানাযার নামাজ আদায় করা হয়, পরবর্তীতে কবরস্থানে তাদেরকে দাফন করা হয়। উক্ত জানাযার নামাজে উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু তালেব, ঈদগাঁও ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান ও বর্তমান জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সোহেল জাহান চৌধূরী, ঈদগাঁও থানা বিএনপির সভাপতি ও ইসলাম পুর ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম, সম্পাদক আলমগীর তাজ জনি, বিশিষ্ট ব্যবসায়ী ও দানবীর আলহাজ্ব আব্দু শুকুর সহ স্থানীয় লোকজন এবং দুরদুরান্ত থেকে আগত রাজনীতিবীদ ও বিভিন্ন শ্রেণির পেশাজীবীর লোকজন। জানাযায় উপস্থিত জনতার সামনে সোহেল জাহান চৌধূরী মৃত্যু ব্যক্তিদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, ঈদগাঁও ইউনিয়নের আপামর জনতার পাশে সুখে-দুঃখে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে সার্বক্ষনিক পাহারায় ছিলাম,আছি এবং আগামীতেও থাকব ইনশাহআল্লাহ। উক্ত তিন যুবকের মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় এবং পরিবারের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। জানাযা শেষে টানা প্রবল বৃষ্টি কারণে দরগাহপাড়ায় ভেঙ্গে যাওয়া বাড়ীঘর গুলো পরিদর্শন করেন সোহেল জাহান চৌধূরী। ক্ষতিগ্রস্ত পরিবার গুলোকে অতি সহসায় ত্রাণের ব্যবস্থা করবেন বলে আশ্বাস প্রদান করেন, এবং গতকাল কক্সবাজার সদর রামু ৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল, কউক চেয়ারম্যান লে: কর্ণেল ফুরকান আহমদ, সদর উপজেলার ইউএনও, উপজেলা চেয়ারম্যান কায়সারুল হক জুয়েল, এবং ঈদগাঁও থানা পুলিশ, রামু ফায়ার সার্ভিস, চট্টগ্রাম থেকে আগত ডুবুরি টিম সার্বক্ষণিক সহযোগিতা এবং খোঁজ খবর রাখেন, এবং কক্সবাজার জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনায় প্রতিটি পরিবারের মাঝে ২৫ হাজার করে তিন পরিবারকে উপজেলা চেয়ারম্যান নগদ অর্থ বুঝিয়ে দেন, পরিবার এবং এলাকাবাসীর পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানান যারা অক্লান্ত পরিশ্রম করেছেন সবাইকে।