ভোমরিয়া ঘোনা ফরেস্ট অফিস মাঠ ময়দানে আলোর দিশারী ইসলামী যুব সংগঠনের উদ্যোগে ১তম বারের মত শানদার ক্বেরাত মাহফিল ও ক্বেরাত প্রতিযোগিতা আগামী ৯ডিসেম্বর রোজ বৃহস্পতিবার।
ক্বেরাত মাহফিলে দেশের বিভিন্ন স্থান থেকে আগাত আটজন ক্বারীকে আমন্ত্রণ জানানো হয়েছে।
আমন্ত্রিত ক্বারীরা হলেন যথাক্রমে-
♪ক্বারী মুফিজুল হক সাহেব- চট্টগ্রাম,
♪ক্বারী আব্বাছ উদ্দীন সাহেব- চট্টগ্রাম,
♪ক্বারী শফিউল্লাহ সাহেব- চট্টগ্রাম,
♪ক্বারী রবিউল ইসলাম সাহেব- হাটহাজারী,
♪ক্বারী সাইফুল্লাহ সাহেব- কক্সবাজার,
♪ক্বারী জুবাইর সিদ্দিকী সাহেব- কক্সবাজার,
♪ক্বারী সাদেক উল্লাহ সাহেব- কক্সবাজার,
– এতে প্রথম অধিবেশনে সভাপতিত্ব করবেন মাওলানা জাফর আলম সাহেব- প্রধান শিক্ষক মোহাম্মদিয়া তা’লিমুল কোরআন এবতাদায়ী মাদ্রাসা পুর্ব ভোমরিয়া ঘোনা ঈদগাঁও,
সমাপনী অধিবেশনে সভাপতিত্ব করবেন ক্বারী জহিরুল হক সাহেব-প্রতিষ্টাতা পরিচালক দারুল কোরআন কমপ্লেক্স কক্সবাজার।
উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন-ডাঃমোহাম্মদ ইউছুফ আলী- ব্যাবস্তাপনা পরিচালক ঈদগাহ মডেল হাসপাতাল এন্ড ডায়াবেটিস কেয়ার সেন্টার,
প্রধান অতিথি সোহেল জাহান চৌধুরী-প্যানেল চেয়ারম্যান কক্সবাজার জেলা পরিষদ।
আয়োজক কমিটির পক্ষ থেকে ক্বেরাত মাহফিলে সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছে।
Leave a Reply