শুক্রবার , ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ - শীতকাল || ১০ই রজব, ১৪৪৬ হিজরি

ঈদগাঁও রত্নাগর্ভা রিজিয়া আহমেদ মাধ্যমিক বিদ্যালয়ের বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান

প্রকাশিত হয়েছে-

ইমরান তাওহীদ রানাঃ- বার্তা সম্পাদক,

নবগঠিত ঈদগাঁও উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান রত্নাগর্ভা রিজিয়া আহমেদ মাধ্যমিক বিদ্যালয়ের বিদায় সংবর্ধনা পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

১০ নভেম্বর সকাল দশটায় বিদ্যালয়ের হলরুমে ২০২১ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও পুরুস্কার বিতরনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

বিদ্যালয় প্রধান শিক্ষক রমিজ উদ্দিন এর সভাপতিত্বে শিক্ষক আবু বক্কর,নাজিফা আক্তার যৌথ পরিচালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের নিবার্হী কমিটির সদস্য আজিজুল রহমান সিকদার, মাছু য়াখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মুসলিম উদ্দিন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম, ঈদগাঁও উপজেলা শাখার সদস্য সচিব এম আবু হেনা সাগর, বৃহত্তর ঈদগাহ পথ শিশু ব্লাড এসোসিয়েশন এর প্রতিষ্ঠাতা এডমিন ইমরান তাওহীদ রানা।

শিক্ষকদের মাঝে অংশ নেন- জসিম উদ্দিন, ফাতেমা বেগম, তসলিমা আক্তার,সৈয়দ শারমিন সুলতানা সোনিয়া,মৌলানা মোহাম্মদ আলম, সুবায়েত ফাহামিন এ্যালি, সাদিয়া খানম কলি, মোহাম্মদ মনিরুজ্জামান, ইয়াছিন আরাফাত সহ অসংখ্য ছাত্রছাত্রীরা।
পুরুস্কার হিসেবে শিক্ষার্থীরা ব্যাগ ও খাতাসহ অন্যান্য জিনিসপত্র পেয়ে খুশিতে উৎফুল্ল হয়ে পড়েন।

অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের মাঝে এক আবেগময়ী পরিবেশ সৃষ্টি হয়েছে। প্রধান শিক্ষকের সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করেন।