উখিয়া উপজেলার রাজা পালং ইউনিয়নের ৭নং ওয়ার্ডের টাইপালং সিকদার পরিবারের ছেলে শামশুল হক সিকদার (প্রকাশ শামশু সিকদার) সুলতান মাহমুদ চৌধুরীর আব্বাজানের জানাযা মাওঃ রফিক সাহেবের ইমামতিতে সম্পন্ন।
জানাযায় উপস্থিত ছিলেন, কক্সবাজার-৪ উখিয়া-টেকনাফের দুই দুইবার নির্বাচিত সাবেক জাতীয় সংসদ সদস্য, বিশিষ্ট সমাজ ও দানবীর, জনাব আলহাজ্ব আব্দুর রহমান বদি এমপি,
বিশিষ্ট শিক্ষানূরাগী,উখিয়া উপজেলা পরিষদের মান্যবর চেয়ারম্যান, জননেতা জনাব আলহাজ্ব অধ্যক্ষ হামিদুল চৌধুরী, উখিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি,জননেতা জনাব মকবুল হোসেন মিথুন।
জানাযার হাজার হাজার মুসল্লির সমাগমে সাবেক সংসদ বদি বলেন, আমরা কেও চিরকাল থাকতে পারব না, মায়ের পেঠ থেকে আসার সময় সিরিয়েল আছে কিন্তু যাওয়ার কোন সিরিয়েল নেই।
তিনি আরো বলেন আমরা মরহুমের রূহের মাগফিরাত কামনায় ১ বার সূরা ফাতিহা ও ৩ বার সূরা ইখলাছ পড়ে মহান মালিকের দরবারে দোয়া প্রার্থনা করি এবং মরহুমের পরিবারের প্রতি শোক সমবেদনা যানায়।
Leave a Reply