এইচ এম শাহাবউদ্দিন তাওহীদ-এর প্রতিবেদক
কক্সবাজার জেলাধীন উখিয়া উপজেলার ঐতিহ্যবাহী রাজাপালং ইউনিয়নের অন্তর্গত একটি অরাজনৈতিক সংগঠন, ডেইলপাড়া, করইবনিয়া ও পূর্ব ডিগলিয়া পালং ইসলামী ছাত্র সংস্থার উদ্যোগে ইসলামী সম্মেলন
তারিখ ২৬ জানুয়ারি ২০২১ ইং, রোজঃ মঙ্গলবার সপ্তম বারের মত শুরু হতে যাচ্ছে, উক্ত তারিখে আশেপাশে সভা/মাহফিলের তারিখ নির্ধারণ না করার অনুরোধ করা হচ্ছে।
প্রধান বক্তা মাওলানা ক্বারী মোজাম্মিল হক সাঈদ সাহেব (দাঃবাঃ)
পরিচালক, মাদ্রাসা নুরে মদীনা ঢাকা ও খতিব, মুজাহিদনগর রায়েরবাগ আল ইমরান জামে মসজিদ, ঢাকা।