কাজল আইচ, উখিয়া প্রতিনিধি।
কক্সবাজারের উখিয়া রাজাপালং ইউনিয়নের ৬নং ওয়ার্ডের দক্ষিণ ফলিয়াপাড়া জামে মসজিদ এর নতুন ভবন ভিত্তি প্রস্তর শুভ উদ্বোধন করেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়াম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী।
(৩০ এপ্রিল ২০২১) শুক্রুবার জুম্মা নামাজ আদায় করে উক্ত নতুন নির্মিত মসজিদের কাজের শুভ উদ্বোধন করাহয়, এর আগে এলাকার মুসল্লিদের সাথে মতবিনিময় করে চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী বলেন এ নবনির্মিত সমজিদের উন্নয়নের কাজের জন্য এলাকার সবাইকে উদ্ভুগ্ধ হতে হবে, এবং সবাইকে সার্বিকভাবে আর্থিক সহযোগিতায় হাত বাড়িয়ে দিতে হবে, একথা বলতেই আগত এলাকার মুসল্লিদের মধ্যেথেকে সাধ্যমত আর্থিক সহযোগিতা করেন ও দোয়া মুনাজাতের মধ্যেদিয়ে সম্পন্ন করা হয়।
উক্ত দক্ষিণ ফলিয়াপাড়া জামে মসজিদ এর নতুন ভবন ভিত্তি প্রস্তর শুভ উদ্বোধণী অনুষ্টানে উপস্থিত ছিলেন রাজাপালং ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের মেম্বার আব্দুল হক, উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৌলভী হারুন অর রশিদ, বিশিষ্ট কন্ট্রাকটর মুফিজ মিয়া, মৌলভী রফিক উদ্দিন,হাজ্বি ছৈয়দ নুর, মোঃ বুদ্রুছ মিয়া, সামশু বলী,দিলদার মিয়া, দিল মোহাম্মদ দিলু, গিয়াস উদ্দিন, মৌলভী নুরুল কবির, মোঃ ছৈয়দ হোসেন সহ এলাকার মুরব্বীগন উপস্থিত ছিলেন।