বুধবার , ১৩ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৯শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৯শে সফর, ১৪৪৭ হিজরি

উখিয়ার পশ্চিম দরগাহবিল তাহ্ফিজুল কুরআন মাদ্রাসার সবক প্রদান অনুষ্ঠান সম্পন্ন

প্রকাশিত হয়েছে-

নিজস্ব প্রতিবেদক

গত ২৪ সেপ্টেম্বর ২০২১খ্রিঃ শুক্রবার বিকাল ২ ঘটিকার দিকে কক্সবাজারের উখিয়া উপজেলার ঐতিহ্যবাহী রাজাপালং ইউনিয়নের পশ্চিম দরগাহবিল স্বনামধন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান, তাহ্ফিজুল কুরআন মাদ্রাসার সবক প্রদান অনুষ্ঠান ও দোয়া মাহফিল জনাব এ্যাডভোকেট সাব্বির আহমদ সাহেব এর সভাপতিত্ব শুরু হয়।

উক্ত সবক প্রদান অনুষ্ঠান ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জননেতা জনাব জাহাঙ্গীর কবির চৌধুরী।

প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা করেন, বিশিষ্ট ইসলামি সাহিত্যিক লেখক ও তরুণ মোফাচ্ছির
হাফেজ মাওলানা মুফতি রিদওয়ানুল কাদির সাহেব, মুহাদ্দিস হোয়াইক্যং মনিরঘোনা ইসলামিয়া আজিজুল উলুম মাদ্রাসা টেকনাফ ও খতিব কেন্দ্রীয় জামে মসজিদ উখিয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
জনাব হযরত মাওলানা আব্দুর রহিম সাহেব, সুপার টাইপালং হামেদিয়া দারুচ্ছুন্না দাখিল মাদ্রাসা, রাজাপালং ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের জনপ্রতিনিধি জনাব ইকবাল মেম্বার প্রমুখ এছাড়া স্হানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।