শনিবার , ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১১ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

উখিয়ার পালংখালী ইউনিয়নে প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হয়ে জাহাঙ্গীর কবির চৌধুরীকে ফুলের শুভেচ্ছা বিনিময় করেন “ভুট্রো”

প্রকাশিত হয়েছে-

কাজল আইচ, উখিয়া কক্সবাজার।

কক্সবাজারের উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নির্বাচন হওয়ায় ব্যাপক উৎসাহ উদ্দীপনায় উৎসব মুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।
বুধবার ২৬ জানুয়ারী ২০২২ খ্রিঃ দুপুরে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে অনুষ্ঠিত নির্বাচনে চেয়ারম্যান এম.গফুর উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও ইউপি সচিব আব্দুল হকের পরিচালনায় ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য ফজলুল কাদের চৌধুরী ভুট্রোর নেতৃত্বে একটি প্যানেল এবং ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য নুরুল হকের নেতৃত্বে একটি প্যানেল সরাসরি প্রতিদন্ধিতা করেন। এতে চেয়ারম্যান, ৯ পুরুষ সদস্য ও ৩ মহিলা সদস্যসহ ১৩ জন প্রত্যেক্ষ জনপ্রতিনিধি গণতান্ত্রিক পন্থায় ভোটাধিকার প্রয়োগ করেন।

২৭ জানুয়ারি বৃহস্পতিবার সকালে উখিয়া রাজাপলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরীকে শুভেচ্ছা জানাতে পাংখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল কাদের চৌধুরী ভূট্রো অত্র ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হওয়ার উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও টানা তৃতীয় বারের মতো নবনির্বাচিত সফল চেয়ারম্যান জননেতা জনাব জাহাঙ্গীর কবির চৌধুরী মহোদয়ের সাথে পুষ্পিত অভিনন্দন ও শুভেচ্ছা বিনিময় করেন প্যানেল চেয়ারম্যান ভুট্রো।

কাস্টিং ভোটের ফলাফলে প্যানেল চেয়ারম্যান-১ পদে সর্বোচ্চ ৯ ভোট পেয়ে ফজলুল কাদের চৌধুরী ভুট্টো প্যানেল চেয়ারম্যান-১ নির্বাচিত হয়। তার নিকটতম একমাত্র প্রতিদন্ধি নুরুল হক পেয়েছেন ৪ ভোট।
প্যানেল চেয়ারম্যান-২ পদে ৮ ভোট পেয়ে নির্বাচিত হয় ৫ নং ওয়ার্ডের মুফিদুল আলম শিকদার। তার নিকটতম একমাত্র প্রতিদন্ধি খুরশিদা বেগম পান মাত্র ৪ ভোট। প্যানেল চেয়ারম্যান-৩ পদে ৯নং ওয়ার্ডের জাফরুল ইসলাম ও সংরক্ষিত মহিলা সদস্য জাহেদা বেগম প্রার্থী হলেও জাফরুল ইসলাম প্রার্থীতা প্রত্যাহার করে নেওয়ায় জাহেদা বেগম বিনা প্রতিদন্ধিতায় প্যানেল চেয়ারম্যান-৩ নির্বাচিত হয়।এতে ফজল কাদের চৌধুরী ভুট্টোর নেতৃত্বাধীন পূর্ণ প্যানেল জয়লাভ করে।

ভোট গ্রহণ পরবর্তী ফলাফল ঘোষণা কালে ইউপি সদস্য নুরুল আলম,ফজল কাদের চৌধুরী ভুট্টো,আলতাজ আহমদ,মিজবাহ উদ্দিন সেলিম,মুফিদুল আলম শিকদার,কামাল উদ্দিন,নুরুল হক,ফয়েজুল ইসলাম, জাফরুল ইসলাম বাবুল,নুর বানু,খুরশিদা বেগম, জাহেদা বেগম,আওয়ামীলীগ নেতা রিয়াজুল হক,সাংবাদিক নুর মোহাম্মদ শিকদার, শ.ম.গফুর,শহীদুল ইসলাম,বালুখালী কাসেমিয়া উচ্চ বিদ্যালয় এসএমসি’র সদস্য আকবর আহমদ,উখিয়া উপজেলা যুবলীগের সদস্য আবু তাহের আজাদ,উখিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রিদুয়ান সিদ্দিক,যুবদল নেতা ইকবাল হোসেন,বালুখালী সরকারী প্রাথমিক বিদ্যালয় এসএমসি’র সহসভাপতি শওকত হোসেন সৈকত সহ বিভিন্ন শ্রেনীপেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ প্রমুখ উপস্থিত ছিলেন।

ফজল কাদের ভুট্টো নির্বাচিত প্যানেল চেয়ারম্যান ছাড়াও ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য,পালংখালী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, জেলাবাসীর অধিকার আদায়ের সংগঠন আমরা কক্সবাজার বাসীর উখিয়া উপজেলা কমিটির সাধারণ সম্পাদক সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান,সামাজিক,ধর্মীয় ও সংস্কৃতি সংগঠনের দায়িত্ব পালন করছেন। ছাত্র জীবনে ছাত্রলীগের উখিয়া কলেজের সভাপতি-সাধারণ সম্পাদক, উখিয়া উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক, আহবায়ক,জেলা যুবলীগের সদস্য, বালুখালী কাশেমিয়া উচ্চ বিদ্যালয়ের একাধিকবার নির্বাচিত সভাপতি, বালুখালী শিশু বান্ধব কেন্দ্রের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। উখিয়া-টেকনাফের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদি ও বর্তমান সংসদ সদস্য শাহীনা আক্তার চৌধুরী এমপির ঘনিষ্ঠজন হিসেবেও ব্যাপক পরিচিত ফজলুল কাদের চৌধুরী ভুট্রো।