বৃহস্পতিবার , ১৪ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ৩০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ - বর্ষাকাল || ২০শে সফর, ১৪৪৭ হিজরি

উখিয়ার পূর্ব ডিগলিয়া পালং এর আকবর ৭০,০০০ পিস ইয়াবাসহ র‌্যাব-১৫ হাতে গ্রেফতার

প্রকাশিত হয়েছে-

নিজস্ব প্রতিবেদকঃ-

র‌্যাব-১৫, কক্সবাজার গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, মাদক পাচারকারীর একটি চক্র পাশ্ববর্তী দেশ থেকে মাদকদ্রব্য ইয়াবার একটি বড় চালান অন্যত্র পাচারের জন্য বহন করে কক্সবাজারের দিকে আসছে। উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫ এর একটি চৌকস আভিযানিক দল ১১ মে ২০২২ খ্রিঃ রাত ১০ ঘটিকার দিকে কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের পশ্চিম ডিগলিয়া পালং হাজী শামশুল আলম মার্কেট সংলগ্ন চৌরাস্তা মাথায় মিজানুর রহমানের মুদি দোকানের সামনে পাকা রাস্তার উপর পৌঁছালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে উক্ত চক্রের সদস্যরা পলায়নের চেষ্টাকালে সৈয়দ আকবর (৫৫), পিতা শামশুল আলম, গ্রাম পূর্ব ডিগলিয়া পালং ৪নং ওয়ার্ড, ইউনিয়ন রাজাপালং, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার, তাহাকে গ্রেফতার করতে সক্ষম হয় এবং তার সহযোগী আরো তিনজন পালিয়ে যায়। ঐ সময় উপস্থিত সাক্ষীদের সম্মুখে ধৃত ব্যক্তির সাথে থাকা প্লাষ্টিকের বস্তা তল্লাশী করে সর্বমোট ৭০,০০০ (সত্তর হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তি জানায়, দীর্ঘদিন যাবৎ পলাতক আসামীদের সহযোগীতায় মাদকদ্রব্য টেকনাফের সীমান্তবর্তী এলাকা হতে বহন করে দেশের বিভিন্ন জায়গায় পাচার করে থাকে।

গ্রেফতারকৃত ও পলাতক আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজুর জন্য কক্সবাজার জেলার উখিয়া থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে। পলাতক আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে বলেন র‍্যাব-১৫