শনিবার , ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

উখিয়ার ২নং রত্নাপালং ইউনিয়নের ৬নং ওয়ার্ডে ভিজিডি চাউল সংগ্রহের কার্ড বিতরণ করলেন চেয়ারম্যান খাইরুল আলম চৌধুরী

প্রকাশিত হয়েছে-

নিজস্ব প্রতিবেদক

 

উখিয়া উপজেলার ২নং রত্নাপালং ইউনিয়নের ৬নং ওয়ার্ডে ভিজিডি চাউল সংগ্রহের কার্ড বিতরণ করলেন রত্নাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব খাইরুল আলম চৌধুরী।


গতকাল ২৫/০২/২০২১ইং তারিখ অত্র ইউনিয়নের ৬নং ওয়ার্ডের কামারিয়ারবিল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে উপকারভোগীদের উপস্থিতিতে এক অনুষ্ঠানের মাধ্যমে জনাব চেয়ারম্যান উপকারভোগীদের হাতে ২০২১-২০২২ ভিজিডি চক্রের কার্ড বিতরণ করেন। এ সময় ৬নং ও ১নং ওয়ার্ডের ইউ.পি সদস্য এবং এলাকার গন্যমান্য ব্যক্তিগন উপিস্থিত ছিলেন।


এ সময় জনাব চেয়ারম্যান- স্বচ্ছতা নিশ্চিতের লক্ষ্যে উপকারভোগীদের জাতীয় পরিচয়পত্র এবং ছবি উন্মুক্তভাবে পরিষদে জমা গ্রহণ পরবর্তী লিস্ট সম্পন্ন করে কার্ড সরাসরি হাতে হাতে পৌছে দেওয়ার চেষ্টা করে অবশেষে বিতরণ করতে পারায় আল্লাহর কাছে শোকরিয়া আদায় করেন।
তিনি বলেন- ইউনিয়ন পরিষদের সকল সেবা প্রান্তিক জনগণের কাছে পৌছানোর বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে গেছেন।
উপস্থিত সকলের কাছে তিনি সামনের দিনগুলি যাতে সম্মানের সাথে পার করতে পারেন তার জন্য দোয়া চান।